‘রাস’ মুক্তি পেয়েছে বেশ কিছুদিন হল। শোনা গিয়েছিল, ইতিমধ্যে ‘পারিয়া ২’ ছবির পরিকল্পনা করে ফেলেছেন পরিচালক তথাগত মুখোপাধ্যায়। ইন্ডাস্ট্রির সূত্রে খবর, তার আগেও একটি অন্য ছবি তৈরি করার পরিকল্পনা করেছিলেন তিনি। কিন্তু শোনা যাচ্ছে, সব ঠিক হয়ে যাওয়ার পরেও কোনও ছবির শুটিংই শুরু করতে পারছেন না তথাগত। কিন্তু কেন?
এ প্রসঙ্গে তথাগত বললেন, “‘পারিয়া’র দ্বিতীয় পর্ব আরও বড় আকারে শুটিং করার পরিকল্পনা রয়েছে আমার। সেখানে বাজেটও বেশি। এখনও পর্যন্ত প্রযোজক পাইনি। তবে অনেকের সঙ্গে কথা বলছি। আশা করি নিশ্চয়ই পেয়ে যাব। তবে ‘পারিয়া ২’-এর আগে আরও একটি ছবির পরিকল্পনা করে ফেলেছিলাম আমি। চিত্রনাট্য লেখা তৈরি। কারা অভিনয় করবেন সেটাও ঠিক ছিল। কিন্তু শেষ মুহূর্তে প্রযোজক বলেছিলেন ছবিতে অমুক ‘সুপারস্টার’কে চাই। সব ঠিক হয়ে যাওয়ার পরে আমি এই পরিবর্তন করতে রাজি হইনি। তাই সেই কাজ হয়নি।” গাছকে কেন্দ্র করে নতুন ছবির পরিকল্পনা করেছিলেন তথাগত।
পরিচালক জানিয়েছেন, প্রযোজকের জন্য তাঁর ছবি তৈরি আটকে থাকবে না। আগামী দিনে কল্পবিজ্ঞান ঘরানার ছবি তৈরি করার ইচ্ছা রয়েছে তাঁর। সে রকম হলে তিনি নিজের মোবাইলে শুটিং করবেন। স্বাধীন ভাবে ছবি তৈরি করবেন। তথাগত বলেন, “অতীতে বহু গুণীজনের সাহায্য পেয়েছি আমি। আমার কাছে সেই মানুষগুলোই মূলধন। তাঁদের সাহায্য পেলেই ছবি তৈরি করতে পারব, এটা আমার বিশ্বাস।”
এই মুহূর্তে উপন্যাস পড়ে শীতের দুপুরগুলো কাটাচ্ছেন তথাগত এবং তাঁর প্রেমিকা আলোকবর্ষা বসু। সম্প্রতি একটি বিশেষ ফটোশুটে দেখা গিয়েছে তাঁদের। তা হলে আগামী দিনে কি আলোকবর্ষাকেও দেখা যাবে তথাগতের পরিচালনায়? পরিচালক জানিয়েছেন, আলোকবর্ষার মঞ্চে অভিনয়ের অভিজ্ঞতা রয়েছে। আগে মডেলিংও করেছেন। এখনও বিভিন্ন জায়গায় ‘অডিশন’ দিচ্ছেন তিনি। আগামী দিনে তথাগতের পরিচালনাতেই দেখা যাবে কি না বলতে না পারলেও, পর্দার সামনে তাঁকে দেখার সম্ভাবনা রয়েছে, সেই আভাস দিয়েছেন তথাগত।