দেশে সুরাহার নামগন্ধ নেই। —প্রতীকী চিত্র।
বিশ্ব বাজারে অশোধিত তেলের ব্যারেল ৬১-৬২ ডলার। ফলে আমদানি খরচ কমেছে ভারতের। তবে জুনেও সেই সুবিধা পৌঁছল না দেশের মানুষের দরজায়। পেট্রল-ডিজ়েলের দাম ফের অপরিবর্তিত রাখল রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলি। স্থির রইল বাড়িতে রান্নার গ্যাসও। তবে গত ক’মাসের মতো এ বারও সামান্য কমেছে বাণিজ্যিক সিলিন্ডারের দাম। শনিবার রাতে সংস্থাগুলি জানিয়েছে, এটি ২৫.৫ টাকা কমে হচ্ছে ১৮২৬ টাকা।
সংশ্লিষ্ট মহল মনে করাচ্ছে, গত এপ্রিলে তেলমন্ত্রী হরদীপ সিংহ পুরী বিশ্ব বাজারে সস্তা তেল এবং দেশে দাম না কমার প্রেক্ষিতে বলেছিলেন, ১৫ দিন অন্তর অবস্থা খতিয়ে দেখা হবে। সিদ্ধান্ত হবে সেই অনুযায়ী। অথচ দেড় মাসের বেশি গড়িয়ে গিয়েছে আন্তর্জাতিক দাম মাথা তোলেনি। তবু দেশে সুরাহার নামগন্ধ নেই। বিশেষজ্ঞদের একাংশের মতে, আমজনতা চায় জ্বালানির দাম কমুক। কিন্তু সরকার সহজে তার পক্ষপাতী নয়। কারণ, সেখান থেকেই তাদের পকেট ভরে। ক্ষোভ না বাড়িয়ে সেই কাজ চালিয়ে যেতে দাম স্থির রাখাই সহজ মনে করে তারা।
প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর
সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ
সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে