দু’টি নতুন ক্যামেরা বাজারে ছাড়ল ফুজিফিল্ম। এর সঙ্গে একটি প্রিন্টারও এনেছে সংস্থাটি। ক্যামেরাগুলি ফুজির ইন্সট্যাক্স সিরিজের। ‘ইন্সট্যাক্স মিনি ৭০’ এবং ‘ইন্সট্যাক্স মিনি হ্যালো কিটি’ নামের ওই ক্যামেরা দু’টিতে নিজস্বী তোলার সুবিধাও রয়েছে বলে তাদের দাবি। প্রিন্টারটিতে ক্যামেরা এবং স্মার্ট ফোন থেকেও প্রিন্ট করা যাবে বলে ফুজিফিল্মের পক্ষ থেকে জানানো হয়েছে।