পাঁচ দশকের যৌথ উদ্যোগ ছিলই। এ বার বদলে যাওয়া সময়ের সঙ্গে তাল মিলিয়ে জেরক্সের সিংহভাগ শেয়ার হাতে নিচ্ছে ফুজি ফিল্ম। সেই জেরক্স, যে সংস্থার নাম প্রায় সমার্থক ফোটোকপি-র সঙ্গে।
১৯৩৪ সালে জাপানে তৈরি ফুজি ফিল্ম ফোটোকপি জগতে পরিচিত নাম। ষাটের দশকে তারা প্রথম গাঁটছড়া বাঁধে মার্কিন সংস্থা জেরক্সের সঙ্গে। তৈরি হয় ফুজি জেরক্স। যা এখনও পর্যন্ত কোনও জাপানি এবং মার্কিন সংস্থার দীর্ঘতম যৌথ উদ্যোগ।
কিন্তু সময় বদলেছে। এখন কাগজহীন অফিস তৈরির দিকে ঝুঁকছে বেশির ভাগ সংস্থা। আর এর জের পড়েছে ফুজি ফিল্ম এবং জেরক্সের ব্যবসায়। কমছে কার্যকরী মুনাফা। এই অবস্থায় সংস্থা বিক্রি বা সিইও-কে সরিয়ে দেওয়ার দাবি তুলেছিলেন জেরক্সের শেয়ারহোল্ডাররা। শেষ পর্যন্ত ঘুরে দাঁড়াতে ফুজি ফিল্মকেই সিংহভাগ শেয়ার বিক্রি করছে জেরক্স।
বুধবার দুই সংস্থার ঘোষণা অনুসারে, ৬১০ কোটি ডলারে (প্রায় ৩৯,৬৫০ কোটি টাকা) ফুজি ফিল্মের হাতে থাকা নিজেদের ৭৫% অংশীদারি কিনে নেবে ফুজি জেরক্স। সেই অর্থ দিয়েই পরে জেরক্সের ৫০.১% হাতে নেবে ফুজি ফিল্ম। তবে অধিগ্রহণের পরেও সংস্থার নাম থাকবে ফুজি জেরক্সই। দফতর থাকবে মার্কিন মুলুক এবং জাপানে। আর সংস্থা নথিভুক্ত থাকবে নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জে। সংস্থা ঢেলে সাজার অঙ্গ হিসেবে এশীয় প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে ১০,০০০ কর্মী ছাঁটাই করবে ফুজি জেরক্স।