কেন্দ্রের বড় কোপ! পিপিএফে সুদের হার এক ধাক্কায় কমল অনেকটাই

আমার-আপনার মতো সাধারণ মধ্যবিত্ত মানুষের পিঠে ছুরিটা একটু ঘুরিয়ে মারল কেন্দ্রীয় সরকার! এক ধাক্কায় পিপিএফে সুদের হার ৮.৭ শতাংশ থেকে কমে হল ৮.১ শতাংশ। কমল কিষাণ বিকাশ পত্রের সুদের পরিমাণও।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৮ মার্চ ২০১৬ ১৯:১৬
Share:

আমার-আপনার মতো সাধারণ মধ্যবিত্ত মানুষের পিঠে ছুরিটা একটু ঘুরিয়ে মারল কেন্দ্রীয় সরকার!

Advertisement

দেশজোড়া সমালোচনার মুখে এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ডকে (ইপিএফ) রেহাই দিয়ে শেষমশ কোপটা মারা হল পাবলিক প্রভিডেন্ট ফান্ডের (পিপিএফ) সুদের ওপর।

এক ধাক্কায় পিপিএফে সুদের হার ৮.৭ শতাংশ থেকে কমে হল ৮.১ শতাংশ।

Advertisement

আরও পড়ুন- বিলে জিএসটির হার বাঁধার বিপক্ষে জেটলি

এখানেই শেষ নয়। সাধারণ মধ্যবিত্ত মানুষ টাকা রাখার জন্য পোস্ট অফিসকে ভরসা করতে শুরু করেছিলেন। কিনতে শুরু করেছিলেন কিষাণ বিকাশ পত্র। সেখানেও কোপ মারা হয়েছে। কিষাণ বিকাশ পত্রের (কেভিপি) সুদের পরিমাণও অনেকটা কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এখন কেভিপি-তে সুদ দেওয়া হয় ৮.৭ শতাংশ। তা কমিয়ে করা হচ্ছে ৮.৭ শতাংশ।

ন্যাশনাল সেভিংস সার্টিফেকেটেও (এনএসসি) সুদের হার কমিয়ে ৮.১ শতাংশ করা হল।

নতুন ২০১৬-২০১৭ অর্থবর্ষ থেকেই ওই নতুন সুদের হার চালু হচ্ছে বলে অর্থমন্ত্রকের তরফে শুক্রবার জানানো হয়েছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন