গয়নার হাব গড়তে ৬ একর দিচ্ছে রাজ্য

মঙ্গলবার জিজেইপিসি আয়োজিত সভায় এ কথা জানিয়ে রাজ্যের অর্থ ও শিল্পমন্ত্রী অমিত মিত্র জানান, ওই প্রকল্পের জন্য রাজ্য ৬ একর জমি দেবে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ৩০ অগস্ট ২০১৭ ১০:১০
Share:

প্রতীকী ছবি।

কলকাতার বনহুগলিতে তৈরি হচ্ছে গয়না তৈরির একটি বিশেষ অঞ্চল। রাজ্যের সঙ্গে যৌথ উদ্যোগে এটি গড়বে জেম অ্যান্ড জুয়েলারি এক্সপোর্ট প্রমোশন কাউন্সিল (জিজেইপিসি)।

Advertisement

মঙ্গলবার জিজেইপিসি আয়োজিত সভায় এ কথা জানিয়ে রাজ্যের অর্থ ও শিল্পমন্ত্রী অমিত মিত্র জানান, ওই প্রকল্পের জন্য রাজ্য ৬ একর জমি দেবে। কাউন্সিলের প্রাক্তন চেয়ারম্যান পঙ্কজ পারেখ বলেন, ‘‘বনহুগলিতে স্বর্ণশিল্পী হাব গড়ছি। এ জন্য বিশেষ সংস্থা (স্পেশাল পারপাস ভেহিক্‌ল) তৈরি হবে। বিশেষত বৌবাজারের কারিগররা গয়না তৈরির জায়গা পাবেন হাবে। কলকাতাকে দূষণমুক্ত করার অন্যতম প্রয়াস এটি।’’

রাজ্যে নতুন দুটি কমন ফেসিলিটি সেন্টার গড়ার পকিকল্পনাও আছে, জানান জিজেইপিসির চেয়ারম্যান প্রবীণ শঙ্কর পাণ্ড্য। ওই কেন্দ্রে গয়না তৈরির দামী যন্ত্রপাতি রাখা হবে। যাতে যে-সব কারিগরের সেগুলি কেনার ক্ষমতা নেই, তাঁরা সেখানে গিয়ে গয়নার অংশ তৈরি করাতে পারেন। হাওড়ার অঙ্কুরহাটিতে জেম অ্যান্ড জুয়েলারি পার্কে ইতিমধ্যেই ওই সেন্টার তৈরি করেছে জিজেইপিসি।

Advertisement

এ দিকে কলকাতার নিজস্ব গয়না ‘কলকাত্তি’র পেটেন্ট নিতে রাজ্য উদ্যোগী হয়েছে বলে জানান অমিতবাবু। ভৌগোলিক ভাবে যে-সব পণ্য তৈরি কোনও রাজ্যের নিজস্ব বৈশিষ্ট্য, সেগুলির জন্য ডব্লিউটিও-র কাছ থেকে তা নিতে হয়।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement