IndiGo

ওয়েব চেক ইন-এ বাড়তি টাকা দাবি! উড়ান সংস্থাকে সিদ্ধান্ত পর্যালোচনা করতে বলল মন্ত্রক

বিমান বন্দরে ‘ওয়েব চেক ইন’ ক্ষেত্রে এ বার থেকে বাড়তি ভাড়া গুনতে হবে যাত্রীদের। সম্প্রতি এমনই ঘোষণা করেছিল উড়ান পরিষেবা সংস্থা ইন্ডিগো এবং স্পাইসজেট।

Advertisement

সংবাদ সংস্থা

নয়াদিল্লি শেষ আপডেট: ২৬ নভেম্বর ২০১৮ ১৬:২৯
Share:

বিমান বন্দরে ‘ওয়েব চেক ইন’ ক্ষেত্রে এ বার থেকে বাড়তি ভাড়া গুনতে হবে যাত্রীদের। সম্প্রতি এমনই ঘোষণা করেছিল উড়ান পরিষেবা সংস্থা ইন্ডিগো এবং স্পাইসজেট।

Advertisement

এ বার এই সিদ্ধান্ত উড়ান সংস্থাগুলিকে পুনর্বিবেচনা করতে বলল কেন্দ্র। অসামরিক বিমান পরিবহণ মন্ত্রকের পক্ষ থেকে টুইট করা হয়েছে। এ ভাবে বাড়তি ভাড়া নেওয়া যায় কি না, তা বিবেচনা করার জন্য উড়ান সংস্থাগুলি পুনর্বিবেচনা করতে বলেছে মন্ত্রক।

রবিবারই উড়ান সংস্থার পক্ষ থেকে টুইট করে ঘোষণা করা হয় ‘ওয়েব চেক ইন’-এর ক্ষেত্রে টাকা নেওয়ার বিষয়টি। যদিও পাশাপাশি জানানো হয়েছিল, বিমানবন্দরে চেক-ইন এর ক্ষেত্রে আগের মতোই কোনও বাড়তি টাকা গুনতে হবে না। স্বাভাবিক ভাবেই এর ফলে যাত্রীদের উড়ান যাত্রার ক্ষেত্রে বেশি টাকা দিতে হবে।

Advertisement

আরও পড়ুন: নিখরচায় সিম ফেলে রাখার দিন ফুরোবে

বিষয়টি প্রকাশ্যে আসার পরই বহু যাত্রী সরব হন। টুইটে তাঁদের ক্ষোভ উগরে দিতেও দেখা যায়। একাধিক অভিযোগ জমা হওয়ায় দ্রুত পদক্ষেপ করল মন্ত্রক।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন