National news

কত গ্র্যাচুইটি পেতে পারেন আপনি? হিসাব করুন এই ভাবে

এত দিন পর্যন্ত সর্বোচ্চ গ্র্যাচুইটির পরিমাণ ছিল ১০ লক্ষ টাকা। সম্প্রতি তা বে‌ড়ে হয়েছে ২০ লক্ষ। কিন্তু কী এই গ্র্যাচুইটি? কী ভাবেই বা হিসাব করা হয়?

Advertisement
নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ১৬ অক্টোবর ২০১৭ ১৭:১১
Share:
০১ ০৭

সরকারি বা বেসরকারি যে কোনও ক্ষেত্রেই কর্মীরা গ্র্যাচুইটির সুবিধা পেয়ে থাকেন। তবে তার জন্য একজন কর্মীকে ন্যূনতম ৫ বছর একই সংস্থায় চাকরি করতে হবে।

০২ ০৭

এতদিন ১০ লক্ষ টাকা পর্যন্ত সর্বোচ্চ গ্র্যাচুইটি পাওয়া যেত। সম্প্রতি সেই সীমা ২০ লক্ষ টাকা করেছে কেন্দ্র।

Advertisement
০৩ ০৭

প্রভিডেন্ট ফান্ডে কর্মীর মাইনে থেকে কিছু টাকা কেটে নেওয়া হয়। কিন্তু গ্র্যাচুইটির সবটাই কর্তৃপক্ষ কর্মীকে দেন।

০৪ ০৭

জম্মু-কাশ্মীর ছাড়া ভারতের সমস্ত রাজ্যেই এই নিয়ম রয়েছে।

০৫ ০৭

গ্র্যাচুইটির হিসাব কীভাবে হয়?

০৬ ০৭

সংস্থা থেকে নেওয়া শেষ মাইনে (বেসিক + ডিয়ারনেস অ্যালাওয়েন্স) X কত বছর চাকরি করেছেন  X  ১৫/২৬. এই ফর্মুলাতেই হিসাব করে নিন নিজের গ্র্যাচুইটি।

০৭ ০৭

আপনি যদি ওই সংস্থায় ৫ বছর ৭ মাস কাজ করে থাকেন, তাহলে আপনার চাকরির মেয়াদ ৬ বছর হিসাবে গণ্য হবে। আর আপনি যদি ৫ বছর ৫ মাস কাজ করে থাকেন, তা হলে কর্তৃপক্ষ তা ৫ বছর হিসাবে গণ্য করবে। অর্থাৎ ৬ মাসের বেশি হলেই এই ক্ষেত্রে এক বছর ধরা হয়।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
Advertisement
আরও গ্যালারি
Advertisement