Bonus Stock Dividend of HDFC Bank

লগ্নিকারীদের জোড়া সুখবর, একসঙ্গে বোনাস শেয়ার ও লভ্যাংশ ঘোষণা বেসরকারি ব্যাঙ্কের, কবে মিলবে টাকা?

শনিবার, ১৯ জুলাই একসঙ্গে বোনাস শেয়ার এবং অন্তর্বর্তিকালীন লভ্যাংশ ঘোষণা করল দেশের সর্ববৃহৎ বেসরকারি ব্যাঙ্ক এইচডিএফসি। কোন তারিখে অতিরিক্ত স্টক বিলি হবে এবং কখন লভ্যাংশের টাকা পাওয়া যাবে, তা-ও জানিয়ে দিয়েছে তারা।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২০ জুলাই ২০২৫ ১১:০৯
Share:

প্রতীকী ছবি।

এইচডিএফসি ব্যাঙ্কের শেয়ারে লগ্নিকারীদের জন্য জোড়া সুখবর। বোনাস স্টক এবং লভ্যাংশ একসঙ্গে ঘোষণা করল দেশের বৃহত্তম বেসরকারি আর্থিক প্রতিষ্ঠান। শনিবার, ১৯ জুলাই ব্যাঙ্কটির পরিচালন পর্ষদ জানিয়ে দেয় যে, প্রতিটি শেয়ারের জন্য একটি করে অতিরিক্ত স্টক পাবেন বিনিয়োগকারীরা। অর্থাৎ ১:১ অনুপাতে বোনাস শেয়ারের অনুমোদন দিয়েছে তারা। আগামী ২৭ অগস্ট সংশ্লিষ্ট স্টকগুলি বিলি করবেন ব্যাঙ্ক কর্তৃপক্ষ।

Advertisement

পাশাপাশি এ দিন শেয়ারপ্রতি পাঁচ টাকা করে লভ্যাংশ ঘোষণা করেছে এইচডিএফসি ব্যাঙ্ক। আগামী ২৫ জুলাই এর রেকর্ডিংয়ের তারিখ ঠিক করা হয়েছে। ১১ অগস্ট লভ্যাংশের টাকা হাতে পাবেন লগ্নিকারীরা। চলতি আর্থিক বছরের (পড়ুন ২০২৫-’২৬) প্রথম ত্রৈমাসিকে (এপ্রিল থেকে জুন) দেশের সর্ববৃহৎ বেসরকারি আর্থিক প্রতিষ্ঠানটির নিট রাজস্বের পরিমাণ ছিল ৫৩ হাজার ১৭০ কোটি টাকা, গত বছরের আয়ের চেয়ে যা ৩১ শতাংশ বেশি।

২০২৪-’২৫ আর্থিক বছরের প্রথম ত্রৈমাসিকে ৪০ হাজার ৫১০ কোটি টাকা ছিল এইচডিএফসি ব্যাঙ্কের নিট রাজস্ব। সম্প্রতি ‘ইনিশিয়াল পাবলিক অফারিং’ বা আইপিও আনে প্রতিষ্ঠানটির শাখা সংস্থা এইচওবি ফিন্যান্সশিয়াল সার্ভিসেস লিমিটেড। তাতে অফার ফর সেলে আংশিক লগ্নি করায় এইচডিএফসি ব্যাঙ্ক ৯,১৩০ কোটি টাকা লাভ করতে পেরেছে বলে জানা গিয়েছে।

Advertisement

এ ছাড়া চলতি আর্থিক বছরের প্রথম ত্রৈমাসিকে সংশ্লিষ্ট আর্থিক প্রতিষ্ঠানটির নিট সুদবাবদ আয় ৫.৪ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ফলে সেটি ৩১ হাজার ৪৪০ কোটি টাকায় পৌঁছে গিয়েছে। গত বছরের ৩০ জুন শেষ হওয়া প্রান্তিকে এই অঙ্ক ছিল ২৯ হাজার ৮৪০ কোটি টাকা।

বর্তমানে এইচডিএফসি ব্যাঙ্কের শেয়ারের দাম ১,৯৫৬ টাকায় ঘোরাফেরা করছে। শুক্রবার, ১৮ জুলাই বাজার বন্ধ হলে এতে ১.৫৬ শতাংশের পতন লক্ষ করা যায়। তাৎপর্যপূর্ণ বিষয় হল, গত ছ’মাসে শেয়ারটির দাম বেড়েছে ১৮.৪৬ শতাংশ। তালিকাভুক্তির পর এই প্রথম বোনাস স্টক ঘোষণা করল সংশ্লিষ্ট সংস্থা।

(বিশেষ দ্রষ্টব্য: শেয়ার বাজারে লগ্নি বাজারগত ঝুঁকি সাপেক্ষ। আর তাই বিশেষজ্ঞদের পরামর্শ মেনেই স্টকে বিনিয়োগ করুন। এতে আর্থিক ভাবে লোকসান হলে আনন্দবাজার ডট কম কর্তৃপক্ষ কোনও ভাবেই দায়ী নয়।)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement