Airtel

এ বার অনলাইনে মিলবে এয়ারটেল, ভোডাফোনের সিম কার্ডও! জেনে নিন কী ভাবে

এ বার থেকে গ্রাহকরা আমাজন থেকেই কিনে নিতে পারবেন পোস্টপেড সিম কার্ড। সঙ্গে থাকবে আকর্ষনীয় ডেটা প্যাক। এ বার জেনে নিন কী ভাবে অ্যামাজন থেকে কিনবেন এয়ারটেল বা ভোডাফোনের সিম কার্ড

Advertisement
শেষ আপডেট: ২৪ নভেম্বর ২০১৭ ১১:০৪
Share:
০১ ০৬

এ বার থেকে গ্রাহকরা অ্যামাজন থেকেই কিনে নিতে পারবেন পোস্টপেইড সিম কার্ড। সঙ্গে থাকবে আকর্ষনীয় ডাটা প্যাক। এ বার জেনে নিন কী ভাবে অ্যামাজন থেকে কিনবেন এয়ারটেল বা ভোডাফোনের সিম কার্ড।

০২ ০৬

যে সব গ্রাহক নিয়মিত বিদেশ ভ্রমণ করেন তাঁদের জন্য আমাজন এনেছে ইন্টারন্যাশানাল সিম কার্ড।

Advertisement
০৩ ০৬

২৪ ঘণ্টার মধ্যে গ্রাহকের ঠিকানায় সিম কার্ড পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতি দিচ্ছে আমাজন। এর জন্য যদিও কোন ডেলিভারি চার্জ দিতে হবে না গ্রাহকদের।

০৪ ০৬

প্রথমে নতুন সিম কার্ডের অর্ডারটি প্লেস করতে হবে আমাজনের ওয়েবসাইটে। এর পর এয়ারটেল বা ভোডাফোনের একজিকিউটিভ ২৪ ঘণ্টার মধ্যে আপনার বাড়িতে পৌঁছে যাবেন আপনার সিম কার্ড নিয়ে।

০৫ ০৬

সংস্থার একজিকিউটিভ সিম কার্ড ডেলিভারির সময় প্রয়োজনীয় নথি আপনার কাছ থেকে সংগ্রহ করে নেবেন এবং সিম অ্যাক্টিভেশানের প্রক্রিয়া চালু করে দেবেন।

০৬ ০৬

ভেরিফিকেশান প্রক্রিয়া শেষ হলে চালু হয়ে যাবে সিম কার্ডের পরিষেবা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
Advertisement
আরও গ্যালারি
Advertisement