Retail Inflation

২৭ মাসে সর্বোচ্চ পাইকারি মূল্যবৃদ্ধি

সোমবার প্রকাশিত সরকারি পরিসংখ্যানে দাবি, পেট্রল-ডিজেলের চড়া দর পাইকারি বাজারে জ্বালানি ও বিদ্যুতের মূল্যবৃদ্ধিকে ঠেলে তুলেছে ০.৫৮%।

Advertisement

সংবাদ সংস্থা

নয়াদিল্লি শেষ আপডেট: ১৬ মার্চ ২০২১ ০৬:২৬
Share:

ফাইল চিত্র।

পেট্রল, ডিজেলের রেকর্ড চড়া দাম যে দেশে মূল্যবৃদ্ধিকে ফের বিপদসীমার দিকে ঠেলে দেবে, সেই আশঙ্কা চেপে বসতে শুরু করেছে বহু দিন আগে থেকে। যা সত্যি করে ৫% ছাড়িয়েছে খুচরো মূল্যবৃদ্ধি। এ বার পাইকারি মূল্যবৃদ্ধিও ৪.১৭% ছুঁয়ে দাঁড়াল ২৭ মাসে সর্বোচ্চ।

Advertisement

সোমবার প্রকাশিত সরকারি পরিসংখ্যানে দাবি, পেট্রল-ডিজেলের চড়া দর পাইকারি বাজারে জ্বালানি ও বিদ্যুতের মূল্যবৃদ্ধিকে ঠেলে তুলেছে ০.৫৮%। জানুয়ারিতে যা কমেছিল ৪.৭৮%। খাদ্যপণ্যের মূল্যবৃদ্ধির হারও ১.৩৬ শতাংশে উঠেছে। ডাল, ফল, আনাজ, সব কিছুর দামই আগের থেকে বেশ খানিকটা বেড়েছে।

বিশেষজ্ঞদের দাবি, পেট্রল-ডিজেলের দামে রাশ টানতে না-পারার ফল এটা। যা নিয়ে এর আগে সতর্ক করেছে রিজ়ার্ভ ব্যাঙ্ক। সংশ্লিষ্ট মহলের আশঙ্কা, তেলের খরচ না-কমলে পণ্য পরিবহণের খরচ কমবে না। তা না-হলে পাইকারি বাজারে খাদ্যপণ্য-সহ বিভিন্ন জিনিসের দাম বাড়তে পারে। যার ধাক্কা লাগতে পারে খুচরো বাজারেও। অর্থনীতির ঘুরে দাঁড়ানোর পথটাই আটকে যাবে সে ক্ষেত্রে। অথচ কেন্দ্র ও রাজ্য তেল থেকে বিপুল কর আয় করছে। ফলে শুল্ক কমিয়ে দামে সুবিধা দিতে পারে তারাই।

Advertisement

মূল্যায়ন সংস্থা ইক্রার অর্থনীতিবিদ অদিতি নায়ারের আশঙ্কা আগামী দিনে ৯% পেরোতে পারে পাইকারি মূল্যবৃদ্ধি। ফলে রিজ়ার্ভ ব্যাঙ্ক এখন সুদ কমাবে না। চাহিদা বাড়িয়ে অর্থনীতিকে ঘুরিয়ে দাঁড় করাতে শিল্প যদিও আশাতেই দিন গুনছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন