প্রতীকী ছবি।
পুজোর মুখে রকেটের গতিতে ছুটছে হিন্দুস্তান কপার লিমিটেডের স্টক। টানা পাঁচ দিন ঊর্ধ্বমুখী রইল রাষ্ট্রায়ত্ত সংস্থাটির শেয়ার। লক্ষ্মীবারে এর দর বেড়েছে ৬.২৫ শতাংশ। ফলে দিনের শেষে ৩২৮ টাকায় পৌঁছোয় হিন্দুস্তান কপারের ইক্যুইটি। গত ৫২ সপ্তাহের দর অনুযায়ী এর সর্বোচ্চ দাম অবশ্য ৩৫৩ টাকা। অচিরেই সেই রেকর্ড ভেঙে যাবে বলে আশাবাদী আর্থিক বিশ্লেষকেরা।
বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর বাজার খোলার পর থেকেই লাফিয়ে লাফিয়ে বাড়তে থাকে হিন্দুস্তান কপারের শেয়ারের দাম। দিনভর সেই ছবির কোনও বদল লক্ষ করা যায়নি। এর জন্য আন্তর্জাতিক বাজারে তামার মূল্যবৃদ্ধিকেই দায়ী করেছেন বিশ্লেষকেরা। চলতি সেপ্টেম্বরে এখনও পর্যন্ত সংশ্লিষ্ট রাষ্ট্রায়ত্ত সংস্থাটির স্টকের দাম বেড়েছে ৪৩ শতাংশ। এর জেরে লগ্নিকারীদের মুখের হাসি যে চওড়া হয়েছে, তা বলাই বাহুল্য।
ব্রোকারেজ় ফার্মগুলির দাবি, এই গতি বজায় রাখলে হিন্দুস্তান কপারের শেয়ারে এক মাসে দেখা যাবে সর্বোচ্চ উত্থান। ২০২৩ সালের ডিসেম্বরে রাষ্ট্রায়ত্ত সংস্থাটির স্টকের দাম ৫৮ শতাংশ বৃদ্ধি পেয়েছিল, এখনও পর্যন্ত যা রেকর্ড। চলতি মাসে সেটা ভেঙে যাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে।
সম্প্রতি জামশেদপুরের তাম্র খনির ইজারার চুক্তি ২০ বছরের জন্য পুনর্নবীকরণ করেছে হিন্দুস্তান কপার। সেই খবর প্রকাশ্যে আসতেই লগ্নিকারীদের মধ্যে সংস্থাটির শেয়ার কেনার হিড়িক পড়ে যায়। বর্তমানে কেন্দ্রের জাতীয় গুরুত্বপূর্ণ খনিজ মিশনে ঘনিষ্ঠ ভাবে জড়িয়ে আছে হিন্দুস্তান কপার। দেশের বিভিন্ন অংশে নতুন করে খনিজের খোঁজ পেতে রাষ্ট্রায়ত্ত তেল সংস্থা অয়েল ইন্ডিয়ার সঙ্গে একটি সমঝোতা স্মারক বা মউ (মেমরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং) সই করেছে তারা। এগুলি বিনিয়োগ টানতে সাহায্য করেছে বলে দাবি অধিকাংশ ব্রোকারেজ ফার্মের।
(বিশেষ দ্রষ্টব্য: শেয়ার বাজারে লগ্নি বাজারগত ঝুঁকি সাপেক্ষ। আর তাই বিশেষজ্ঞদের পরামর্শ মেনেই স্টকে বিনিয়োগ করুন। এতে আর্থিক ভাবে লোকসান হলে আনন্দবাজার ডট কম কর্তৃপক্ষ কোনও ভাবেই দায়ী নয়।)