India-EU

দ্রুত সম্পন্ন হোক মুক্ত বাণিজ্যচুক্তি, জোর দিচ্ছে ভারত এবং ইউরোপীয় ইউনিয়ন

সম্প্রতি ব্রাসেলস সফরে ইইউ-এর বাণিজ্য ও আর্থিক নিরাপত্তা বিষয়ক কমিশনার মারোস সেফকোভিচের সঙ্গে দেখা করেন বাণিজ্যমন্ত্রী পীযূষ গয়াল। বাণিজ্য মন্ত্রক সূত্রের খবর, বৈঠকে উভয় নেতাই অমীমাংসিত সমস্যাগুলি সমাধান করে দ্রুত বাণিজ্য চুক্তি শেষ করার পরামর্শ দিয়েছেন।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১১ জানুয়ারি ২০২৬ ০৯:২২
Share:

—প্রতীকী চিত্র।

সরকারি আধিকারিকদের প্রস্তাবিত অবাধ বাণিজ্য চুক্তি চূড়ান্ত করতে দ্রুত আলোচনার নির্দেশ দিল ভারত ও ইউরোপীয় অঞ্চল (ইইউ)। এ জন্য অমীমাংসিত বিষয়গুলি সমাধানের নির্দেশ দেওয়া হয়েছে বলে শনিবার জানিয়েছে বাণিজ্য মন্ত্রক।

সম্প্রতি ব্রাসেলস সফরে ইইউ-এর বাণিজ্য ও আর্থিক নিরাপত্তা বিষয়ক কমিশনার মারোস সেফকোভিচের সঙ্গে দেখা করেন বাণিজ্যমন্ত্রী পীযূষ গয়াল। বাণিজ্য মন্ত্রক সূত্রের খবর, বৈঠকে উভয় নেতাই অমীমাংসিত সমস্যাগুলি সমাধান করে দ্রুত বাণিজ্য চুক্তি শেষ করার পরামর্শ দিয়েছেন। তাঁরা জোর দেন এক অঞ্চলের পণ্যেরঅন্য বাজারে প্রবেশাধিকার, তা কোনদেশে তৈরি সে সংক্রান্ত নিয়ম ও পরিষেবা-সহ নানা বিষয়ের উপরে। মন্ত্রী পর্যায়ের বৈঠকের আগে, ৬-৭ জানুয়ারি বাণিজ্যসচিব রাজেশ আগরওয়াল ও ইউরোপীয় কমিশনের ডিরেক্টর জেনারেল ফর ট্রেড সাবিন ওয়েয়ান্ডের মধ্যে কথা হয়।

আজ বাণিজ্য মন্ত্রক জানিয়েছে, দুই পক্ষের মন্ত্রীদের আলোচনার পথ সুগম করতে মতপার্থক্য কমিয়ে অমীমাংসিত বিষয়গুলির সমাধানের লক্ষ্যে কাজ করেছেন সংশ্লিষ্ট সরকারি আধিকারিকেরা। উভয় পক্ষই দ্রুত আলোচনা শেষ করতে চাইছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন

এটি একটি প্রিমিয়াম খবর…

  • প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর

  • সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ

  • সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে

সাবস্ক্রাইব করুন