জয়-মাহীর বিচ্ছেদ নিয়ে কী প্রতিক্রিয়া অঙ্কিতার? ছবি: সংগৃহীত।
সম্প্রতি বিচ্ছেদের কথা ঘোষণা করেছেন জয় ভানুশালী ও মাহী বিজ। বিবাহবিচ্ছেদ হলেও বন্ধুত্বের সম্পর্ক থাকবে এবং সন্তানদের দেখভাল করবেন উভয়ে মিলেই। তাঁরা নিজেই জানিয়েছেন। এর মধ্যেই মাহীর একটি পোস্ট দেখে প্রশ্ন উঠছে, বিচ্ছেদ হওয়ার পরেই কি নতুন সম্পর্কে জড়ালেন অভিনেত্রী? বিষয়টি নিয়ে কী বললেন অঙ্কিতা লোখন্ডে?
সম্প্রতি মাহী বলিউডের এক প্রযোজক নাদিম নাদজ়ের সঙ্গে একটি ছবি পোস্ট করেন। নাদিমের জন্মদিন উপলক্ষে এই পোস্ট করেন অভিনেত্রী। তিনি লেখেন, “যাকে মন থেকে বেছে নিয়েছি, তার জন্মদিনে শুভেচ্ছা। আমি যখন একটা শব্দও বলি না, তখনও সে আমার কথা বুঝতে পারে। এই মানুষটা আমার পাশে সব সময়ে থেকেছে। তুমি আমার পরিবার, আমার নিরাপদ আশ্রয়, আমার চিরকালীন।”
মাহী লিখেছেন, নাদিম তাঁর সবচেয়ে প্রিয় বন্ধু। পোস্ট করা ছবিতে দেখা যাচ্ছে, নাদিমকে কিছু খাইয়ে দিচ্ছেন মাহী। তিনি লেখেন, “তুমি শুধু আমার প্রিয় বন্ধুই নও। তুমি আমার স্বস্তি, আমার শক্তি, আমার পরিবার। তোমার সঙ্গে আমি একেবারে আমার মতো করেই থাকতে পারি। মনের সবটা উজাড় করতে পারি। তুমি সেই ভাবেই আমাকে মেনে নিয়েছ।”
নাদিমের সঙ্গে মাঝেমধ্যে কথা কাটাকাটিও হয়। কখনও এমনও হয়েছে, দিনের পর দিন কথা বন্ধ থেকেছে। মাহীর কথায়, “যতই ঝগড়া, কথা কাটাকাটি হোক, আমরা দু’জনেই জানি, মাহী ও নাদিম আসলে এক। আমাদের আত্মা পরস্পরের সঙ্গে জড়িয়ে রয়েছে, যা বলে বোঝানো যাবে না।”
শেষে মাহী এ-ও বলেছেন, “নাদিম, আমি তোমাকে ভালবাসি। তুমি কেমন, সেটার জন্য নয়। তোমার সঙ্গে থাকলে আমি কেমন অনুভব করি, সেটার জন্যই আমি তোমাকে ভালবাসি। তুমি আমার পরিবার, আজীবনের জন্য।” এই পোস্ট দেখে কেউ কেউ শুভেচ্ছা জানান মাহীকে। কেউ কেউ আবার বিচ্ছেদের পরেই এই সম্পর্কের কথা ঘোষণা করায় তাঁকে কটাক্ষ করেছেন।
এই প্রসঙ্গে অঙ্কিতা লোখন্ডে তাঁর সমাজমাধ্যমে লিখেছেন, তিনি মাহী, নাদিম ও জয় সকলকেই বহু দিন ধরে চেনেন। নাদিম সারাজীবন মাহী ও জয়ের বাবার মতো ছিলেন। এমনকি, মাহী ও জয়ের কন্যা তারারও ‘ফাদার ফিগার’ হিসবে থেকেছেন। তাঁর মতে, কিছু সম্পর্ক ভালবাসার উপর ভিত্তি করে তৈরি হয়, যা বাইরের মানুষ বুঝবে না। অঙ্কিতা জানান, তাঁর দুর্দিনেও পাশে ছিলেন নাদিম।