India Lockdown

নেটে গ্যাস সিলিন্ডার বুক

লকডাউনে জীবন ঘরবন্দি। তাই ডিজিটাল লেনদেনে সাবলীল হওয়ার চেষ্টা করছেন বহু মানুষ। তা সে বিল মেটানো হোক বা বিমার প্রিমিয়াম দেওয়া। কিন্তু বিশেষত সমস্যায় পড়েছেন বয়স্কদের একাংশ। মূলত তাঁদের কথা মাথায় রেখেই কিছু ক্ষেত্রে ডিজিটাল লেনদেনের পদ্ধতি তুলে ধরার চেষ্টা করছে আনন্দবাজার পত্রিকা। যতটা সম্ভব সহজ ভাবে। আজকের পর্বে থাকছে নেটে ইন্ডিয়ান অয়েলের (ইন্ডেন) গ্যাস সিলিন্ডার বুকিংয়ের পদ্ধতি।নেটে বুকিংয়ের জন্য সংস্থার সাইটে বা মোবাইল অ্যাপে আলাদা অ্যাকাউন্ট খুলুন। এটি শুধু প্রথমবারই করতে হবে।

Advertisement
শেষ আপডেট: ১৪ এপ্রিল ২০২০ ০৬:৫০
Share:

সাধারণত গ্রাহক নথিভুক্ত মোবাইলে আইভিআরএস পরিষেবায় রান্নার গ্যাসের সিলিন্ডার বুক করেন। তার পরে ডেলিভারি বয় সিলিন্ডার নিয়ে বাড়িতে এলে টাকা মেটান। অনেকে ডিলারের দোকানে ফোন করে বা সেখানে গিয়েও সিলিন্ডার বুক করেন। এখন লকডাউনে বাড়ি থেকে বেরনো বন্ধ। অনেকে নগদ লেনদেনও এড়াতে চাইছেন। সে ক্ষেত্রে অনলাইনে বুকিং ও আগাম টাকা মেটানো সুবিধাজনক।

Advertisement

অ্যাকাউন্ট খোলা

Advertisement

নেটে বুকিংয়ের জন্য সংস্থার সাইটে বা মোবাইল অ্যাপে আলাদা অ্যাকাউন্ট খুলুন। এটি শুধু প্রথমবারই করতে হবে।

এ জন্য—

• https://cx.indianoil.in ওয়েবসাইটে যান।

• পাতার উপরের ডান দিকে ‘লগ ইনে’ ক্লিক করুন।

• পরের পাতায় ‘রেজিস্টার নাউ’-তে ক্লিক করে নাম, ফোন নম্বর, ই-মেল আইডি (বাধ্যতামূলক নয়) দিন।

• ‘আই অ্যাম নট রোবটে’ ক্লিক করার পরে সবুজ ‘টিক’ দাগ এলে ‘প্রসিডে’ ক্লিক করুন।

• নথিভুক্ত মোবাইলে চার সংখ্যার ওটিপি আসবে, পরের পাতায় সেটি নির্ধারিত স্থানে দিন।

• পাসওয়ার্ড তৈরি করুন।

আরও পড়ুন: ‘যা যা করার সব করা হবে’

বুকিং কী ভাবে

• এ বার বুকিং ও আগাম টাকা মেটাতে নতুন করে একই ওয়েবসাইটে লগ ইন করুন।

• ইউজ়ার নেম হিসেবে ই-মেল আইডি বা মোবাইল নম্বর এবং পাসওয়ার্ড দিয়ে অ্যাকাউন্ট খুলে ‘আই অ্যাম নট রোবট’ লেখায় ক্লিক করতে হবে।

• লগ ইন করার পরে পর্দায় নিজের নাম দেখতে পাবেন।

• সেই পাতাতেই বাঁ দিকে এলপিজি-তে ক্লিক করুন।

• দেখা যাবে গ্রাহকের রান্নার গ্যাস সংক্রান্ত পুরো তথ্য।

• সেখানে ‘বুক ইয়োর সিলিন্ডার’ লেখায় ক্লিক করে অনলাইন অপশনটি বাছুন।

• পরের পাতায় ‘রিফিল সিলিন্ডার রিকোয়েস্ট ফর’-এ ‘এলপিজি রিফিল ১৪.২ কেজি’ লেখা ভেসে উঠবে। তা না-হলে নিজে থেকে সেটা বেছে নিন। বুক নাউ-তে ক্লিক করুন।

• বুকিং কনফার্মেশন সংক্রান্ত তথ্য দেখাবে পর্দায়।

• এর পরে অনলাইন পে-তে ক্লিক করুন।

• কী ভাবে টাকা মেটাতে চান, সেই পেমেন্ট গেটওয়ের বিভিন্ন অপশন (ডেবিট বা ক্রেডিট কার্ড, নেট ব্যাঙ্কিং, ইউপিআই, ওয়ালেট ইত্যাদি) থেকে পছন্দেরটি বাছুন।

• যেটি বাছবেন, সেই সংক্রান্ত তথ্য দিতে হবে। সেই মতো এগিয়ে গিয়ে টাকা মেটান।

আরও পড়ুন: ক্ষতির ধাক্কায় ত্রস্ত গাড়ি শিল্প

আছে অ্যাপও

• ‘ইন্ডিয়ান অয়েল ওয়ান’ অ্যাপেও বুকিং করা যায়।

• একই রকম ভাবে প্রথমে অ্যাকাউন্ট খুলতে ও পাসওয়ার্ড তৈরি করতে হবে।

• তার পরে সেই পাসওয়ার্ডের ভিত্তিতে ‘লিঙ্ক মাই এলপিজি আইডি’-তে গিয়ে অ্যাপটি প্রথমবার গ্রাহকের এলপিজি আইডি-র (১৭ সংখ্যার) সঙ্গে যুক্ত করতে হবে।

• এ বার অর্ডার সিলিন্ডারে গিয়ে ওয়েবসাইটের মতোই ধাপে ধাপে সিলিন্ডার বুক করে টাকা মেটাতে হবে।

(অভূতপূর্ব পরিস্থিতি। স্বভাবতই আপনি নানান ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। ঘটনার বিবরণ, ছবি, ভিডিয়ো আমাদের ইমেলে পাঠিয়ে দিন, feedback@abpdigital.in ঠিকানায়। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবরটি বিবেচিত হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে।)

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন