Advertisement
২৪ এপ্রিল ২০২৪
Coronavirus

‘যা যা করার সব করা হবে’ 

জানানো হয়েছে, করোনার ধাক্কায় বিশ্ব জুড়ে মন্দা যে ‘প্রায় অবশ্যম্ভাবী’, তা-ও ঋণনীতি কমিটির আলোচনায় স্পষ্ট বলেছেন শীর্ষ ব্যাঙ্ক গভর্নর শক্তিকান্ত দাস।

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

সংবাদ সংস্থা
মুম্বই শেষ আপডেট: ১৪ এপ্রিল ২০২০ ০৬:৪৬
Share: Save:

করোনার জেরে তৈরি হওয়া অস্থিরতা কাটিয়ে দেশে আর্থিক স্থিতিশীলতা ফেরানো এবং বৃদ্ধিকে টেনে তোলার জন্য যা যা করা সম্ভব, রিজার্ভ ব্যাঙ্ক তা-ই করবে। ২৭ মার্চ ঋণনীতি বৈঠকে ৭৫ বেসিস পয়েন্ট সুদ ছেঁটে এই বার্তাই দিয়েছে শীর্ষ ব্যাঙ্ক। সোমবার প্রকাশিত তার কার্যবিবরণীর সারাংশে (মিনিট) বলা হয়েছে এ কথা। জানানো হয়েছে, করোনার ধাক্কায় বিশ্ব জুড়ে মন্দা যে ‘প্রায় অবশ্যম্ভাবী’, তা-ও ঋণনীতি কমিটির আলোচনায় স্পষ্ট বলেছেন শীর্ষ ব্যাঙ্ক গভর্নর শক্তিকান্ত দাস। তাঁর মতে, সেই মন্দা হতে চলেছে ২০০৮ সালের চেয়েও মারাত্মক। মিনিট বলছে, অর্থনীতির হাল ফেরাতে যে সুদ কমানো জরুরি, তা মেনেছেন কমিটির সকলেই। শক্তিকান্তের দাবি, প্রথমে বিশ্বে চাহিদা কমা ও পরে দেশে লকডাউন ঘোষণা আশঙ্কা বাড়িয়েছে। তাঁর মতে, আগামী দিনে লগ্নিকারীরা পুঁজি না-ঢাললে ও ক্রেতা বাজারে না-ফিরলে অবস্থা আরও সঙ্গিন হবে। সেই প্রসঙ্গেই তাঁর বার্তা, নজর রাখছেন তাঁরা। ব্যবস্থাও নেওয়া হবে।

আরও পড়ুন: কাজের সময় বৃদ্ধি নিয়ে হুঁশিয়ারি

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE