RBI

বিশ্ব অর্থনীতির বৃদ্ধিতে আমেরিকার চেয়ে ভারতের অবদান বেশি, ট্রাম্পকে ‘বার্তা’ রিজ়ার্ভ ব্যাঙ্কের

গত ফেব্রুয়ারি থেকে টানা তিন বারে মোট ১০০ বেসিস পয়েন্ট নামার পরে চতুর্থ দফায় রেপো রেট (যে সুদে ব্যাঙ্ককে ধার দেয় আরবিআই) রইল ৫.৫ শতাংশে।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৭ অগস্ট ২০২৫ ০৮:৫২
Share:

রিজ়ার্ভ ব্যাঙ্ক। —প্রতীকী চিত্র।

ডোনাল্ড ট্রাম্পের চড়া শুল্কে যখন অনিশ্চয়তা বাড়ছে, তখন কোনও ঝুঁকি নিল না রিজ়ার্ভ ব্যাঙ্ক। বুধবার ঋণনীতিতে সুদের হার অপরিবর্তিত রাখল তারা। ফলে গত ফেব্রুয়ারি থেকে টানা তিন বারে মোট ১০০ বেসিস পয়েন্ট নামার পরে চতুর্থ দফায় রেপো রেট (যে সুদে ব্যাঙ্ককে ধার দেয় আরবিআই) রইল ৫.৫ শতাংশে। বার্তা স্পষ্ট, আপাতত নজরদারি চলবে মূলত দু’টি বিষয়ে— এক, আমেরিকা ঠিক কতটা শুল্ক চাপায় এবং তার জেরে ভারতীয় অর্থনীতি কোন খাতে বইতে শুরু করে। দুই, এ যাবৎ কমানো সুদের পুরো সুবিধা সাধারণ ঋণগ্রহীতা ও শিল্প পাচ্ছে কি না।

তবে দেশের জিডিপি বৃদ্ধির প্রশ্নে যে আপস করা হবে না, সেই বার্তাও দিয়েছেন আরবিআই গভর্নর সঞ্জয় মলহোত্র। সেই পূর্বাভাস ৬.৫ শতাংশই রেখেছেন। ৩.৭% থেকে কমিয়ে ৩.১% করেছেন মূল্যবৃদ্ধির অনুমান। ট্রাম্পের শুল্ক নিয়ে সরাসরি কিছু না বললেও তাঁর মন্তব্য, ভারতীয় অর্থনীতি ভাল এগোচ্ছে এবং আরও উন্নতি করবে। বিশ্ব অর্থনীতির বৃদ্ধিতে এ দেশের অবদান (প্রায় ১৮%) আমেরিকার থেকেও (১১% হওয়ার আশা) বেশি। সংশ্লিষ্ট মহলের মতে, ট্রাম্প ভারতকে ‘মৃত অর্থনীতি’ বলেছিলেন। এটা তারই জবাব।

অর্থনীতিবিদ অভিরূপ সরকার বলেন, ‘‘সুদ কমানোর অন্যতম উদ্দেশ্য শিল্পে লগ্নি বৃদ্ধি। সাধারণ মানুষও কম সুদে ধার নিয়ে গাড়ি-বাড়ি কেনেন। কিন্তু বর্তমান অবস্থায় সেই উদ্দেশ্য সফল হওয়া নিয়ে প্রশ্ন রয়েছে। বরং বর্ধিত শুল্ক রফতানিকে ধাক্কা দেবে। কমবে উৎপাদন এবং কর্মসংস্থান।’’ বন্ধন ব্যাঙ্কের মুখ্য অর্থনীতিবিদ সিদ্ধার্থ সান্যালের মতে, আর্থিক বৃদ্ধিতে আঘাত না লাগলে আপাতত সুদের হার বদলাবে না আরবিআই।’’ আইসিএআই-এর পূর্বাঞ্চলের প্রাক্তন চেয়ারম্যান অনির্বাণ দত্তের বক্তব্য, ‘‘শুল্কের প্রভাব মাথায় রেখেই সুদ স্থির রইল। শীর্ষ ব্যাঙ্কের উদ্বেগ যে ঠিক, তা বোঝা গিয়েছে এ দিনই ট্রাম্প ভারতের শুল্ক বাড়িয়ে ৫০% করায়। যা দেশের বৃদ্ধিতে বিরূপ প্রভাব ফেলতে পারে। অস্থির হতে পারে শেয়ার বাজারও।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন

এটি একটি প্রিমিয়াম খবর…

  • প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর

  • সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ

  • সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে

সাবস্ক্রাইব করুন