কৃষিতে জোর জেটলির

দেশকে এগোতে হলে সবচেয়ে আগে উন্নতি করতে হবে কৃষির। মঙ্গলবার এ কথা জানান কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি। বাজেটে কৃষি ক্ষেত্রের উপর জোর দেওয়ার কথা এর আগেই জানিয়েছিলেন তিনি।

Advertisement

সংবাদ সংস্থা

নয়াদিল্লি ও মুম্বই শেষ আপডেট: ২৩ মার্চ ২০১৬ ০৩:২৫
Share:

দেশকে এগোতে হলে সবচেয়ে আগে উন্নতি করতে হবে কৃষির। মঙ্গলবার এ কথা জানান কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি। বাজেটে কৃষি ক্ষেত্রের উপর জোর দেওয়ার কথা এর আগেই জানিয়েছিলেন তিনি। গ্রামীণ অর্থনীতিকে চাঙ্গা করতে পিছপা হননি বিপুল বরাদ্দ স্থির করতেও। আনার কথা জানিয়েছেন ফসল বিমাও। এ দিন সেই একই সুরে তিনি বলেন, শুধুমাত্র অভ্যন্তরীণ উৎপাদনই নয়, দারিদ্র দূর করতেও কৃষি ক্ষেত্রের অগ্রগতি জরুরি। জেটলির মতে, টানা দু’বছর বৃষ্টি কম হওয়ার পর এ বছরও যদি সেই ধারা বজায় থাকে, তা হলে দেশের কৃষি ক্ষেত্র পরীক্ষার মুখে পড়বে।

Advertisement

এ দিকে, দেশে কর্মসংস্থান তৈরি করতে ভারতকে উৎপাদন শিল্পের গন্তব্য হিসেবে গড়ে তোলার পক্ষে সওয়াল করলেন নীতি আয়োগের ভাইস চেয়ারম্যান অরবিন্দ পানাগড়িয়া। তিনি বলেন, শ্রমিক খরচ বৃদ্ধি পাওয়া-সহ নানা কারণে চিন থেকে সরে আসছে বেশ কিছু সংস্থা। তাদের ভারতে টেনে আনাই লক্ষ্য হওয়া উচিত বলে এ দিন জানান তিনি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন