চা বাগান নিয়ে ভোটের রাজনীতির অভিযোগ বিচারপতির

চা বাগান নিয়ে কেন্দ্র ও রাজ্য, দু’পক্ষই ভোটের রাজনীতি করছে বলে মন্তব্য করলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি সঞ্জীব বন্দ্যোপাধ্যায়। সোমবার ডানকান গোষ্ঠীর চা বাগান অধিগ্রহণ সংক্রান্ত মামলার শুনানিতে তিনি স্পষ্ট বলেন, ‘‘কেউই শ্রমিকদের স্বার্থ দেখছেন না।’’

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৮ মার্চ ২০১৬ ০৩:০০
Share:

চা বাগান নিয়ে কেন্দ্র ও রাজ্য, দু’পক্ষই ভোটের রাজনীতি করছে বলে মন্তব্য করলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি সঞ্জীব বন্দ্যোপাধ্যায়। সোমবার ডানকান গোষ্ঠীর চা বাগান অধিগ্রহণ সংক্রান্ত মামলার শুনানিতে তিনি স্পষ্ট বলেন, ‘‘কেউই শ্রমিকদের স্বার্থ দেখছেন না।’’

Advertisement

উত্তরবঙ্গে ডানকান গোষ্ঠীর সাতটি বাগান অধিগ্রহণ করতে চেয়ে গত ২৮ জানুয়ারি বিজ্ঞপ্তি জারি করে কেন্দ্র। সেই অধিগ্রহণ প্রস্তাব বেআইনি বলে অভিযোগ তুলে ও বিজ্ঞপ্তি প্রত্যাহারের দাবিতে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করেছে সংস্থাটি। এ দিন টি বোর্ডের আইনজীবী তিলক বসু তাঁর সওয়ালে জানান, কেন্দ্র ওই বিজ্ঞপ্তি জারির পরে এ রাজ্যের মুখ্যসচিব কেন্দ্রের বাণিজ্য মন্ত্রককে চা বাগানগুলির অবস্থা জানিয়ে একটি চিঠি পাঠান। সেই চিঠি কেন মুখ্যসচিব পাঠিয়েছিলেন, এ দিন সেই প্রশ্নও তোলেন বিচারপতি বন্দ্যোপাধ্যায়।

ডানকানের আইনজীবী অনিন্দ্য মিত্র আগের শুনানিতে দাবি করেছিলেন, বন্ধ নয়, তাদের চা বাগানগুলি চালুই রয়েছে। কিন্তু এ দিন তিলকবাবুর পাল্টা দাবি, বাগানগুলির কাজকর্ম বন্ধ। উৎপাদন নিয়ে প্রতি মাসে টি বোর্ডকে যে-রিপোর্ট দিতে হয়, কোনও কোনও চা বাগান তা ২০১৪ সালের ডিসেম্বর থেকে দেয়নি। কোনওটি দেয়নি ২০১৫ সালের ফেব্রুয়ারি বা মার্চ থেকে। বন্ধ সেখানকার শ্রমিকদের বেতনও।

Advertisement

এর পরেই ওই মন্তব্য করে বিচারপতি বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘বাগানগুলির শ্রমিকদের ২৯ ফেব্রুয়ারি পর্যন্ত বকেয়া বেতন যাতে কেন্দ্র ও রাজ্য একসঙ্গে মিটিয়ে দেয়, প্রয়োজনে সেই নির্দেশ দিতে পারি।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement