Workplace

কাজের জায়গার চাহিদা বৃদ্ধিতে শীর্ষে কলকাতা, দাবি সমীক্ষায়

বৃদ্ধির নিরিখে এগিয়ে থাকলেও, জায়গা ভাড়া নেওয়ার পরিমাণের নিরিখে প্রায় শেষের দিকে এই শহর। গত এক বছরে অফিস খোলার জন্য কলকাতায় মোট ২৩ লক্ষ বর্গফুট জায়গা ভাড়া নেওয়া হয়েছে।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১১ জানুয়ারি ২০২৬ ০৯:০২
Share:

—প্রতীকী চিত্র।

গত বছর কলকাতায় অফিস খোলার জন্য জায়গা ভাড়া নেওয়ার চাহিদা বেড়েছে ৬৯%। দেশের আটটি বড় শহরে আবাসন উপদেষ্টা নাইট ফ্র্যাঙ্কের করা সমীক্ষা অনুসারে, এ ক্ষেত্রে শীর্ষে কলকাতাই। এমনকি বাণিজ্য নগরী মুম্বইতেও এই চাহিদা কমে গিয়েছে প্রায় ৫%। তবে বৃদ্ধির নিরিখে এগিয়ে থাকলেও, জায়গা ভাড়া নেওয়ার পরিমাণের নিরিখে প্রায় শেষের দিকে এই শহর। গত এক বছরে অফিস খোলার জন্য কলকাতায় মোট ২৩ লক্ষ বর্গফুট জায়গা ভাড়া নেওয়া হয়েছে। যা এখানে ১০ বছরে সব থেকে বেশিহলেও বেঙ্গালুরু, দিল্লি বা হায়দরাবাদেরথেকে অনেক কম। ওই তিন শহরে তা যথাক্রমে ২.৯ কোটি, ১.১৪ কোটি এবং ১.১৩ কোটি বর্গফুট।

নাইট ফ্র্যাঙ্কের সিনিয়র ডিরেক্টর জয়দীপ পাল জানান, ‘‘২০২৫-এ কলকাতায় অফিসের জন্য জায়গা নেওয়ার যে চাহিদা দেখা গিয়েছে, তা এক দশকে সব থেকে বেশি। এর অর্থ এই শহরে বাণিজ্যিক কর্মকাণ্ড বাড়ছে। যা এই অঞ্চলের অর্থনীতি সম্পর্কে আশা জাগায়। আশা, চলতি বছরেও এই প্রবণতা জারি থাকবে।’’

গত বছরে অফিসের জায়গার চাহিদা বৃদ্ধিতে কলকাতার পরে ৫৯% নিয়ে দ্বিতীয় স্থানে বেঙ্গালুরু। ৩৬% নিয়ে তৃতীয় পুণে। অন‍্য দিকে, আমদাবাদে চাহিদা সবচেয়ে বেশি কমেছে (৩৪%)। এর পরে ১১% নিয়ে আছে দিল্লি ও রাজধানী সংলগ্ন অঞ্চল।

সামগ্রিক ভাবে কাজের জন্য জায়গা ভাড়া নেওয়ার পরিমাণের প্রেক্ষিতে প্রথম আটটি শহরের মধ্যে সাত নম্বরে কলকাতা। শেষে আমদাবাদ, এই উদ্দেশ্যে সেখানে ভাড়া নেওয়া হয়েছে ২০ লক্ষ বর্গফুট।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন

এটি একটি প্রিমিয়াম খবর…

  • প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর

  • সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ

  • সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে

সাবস্ক্রাইব করুন