Ola Lay Off

ওলা ইলেকট্রিকে বিপুল ছাঁটাই, স্থায়ী ও চুক্তিভিত্তিক মিলিয়ে চাকরি গেল হাজার কর্মীর

চলতি আর্থিক বছরের (পড়ুন ২০২৪-’২৫) মার্চে বিপুল কর্মী ছাঁটাই করল ব্যাটারি চালিত গাড়ি নির্মাণকারী সংস্থা ওলা ইলেকট্রিক। স্থায়ী ও চুক্তিভিত্তিক মিলিয়ে হাজারের বেশি কর্মী কাজ হারিয়েছেন বলে জানা গিয়েছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০৩ মার্চ ২০২৫ ১৭:৫১
Share:

প্রতীকী ছবি।

ব্যাটারি চালিত গাড়ি নির্মাণকারী সংস্থা ওলা ইলেকট্রিক মোবিলিটি লিমিটেডে ফের ছাঁটাই। চলতি আর্থিক বছরের (পড়ুন ২০২৪-’২৫) শেষ মাসে চাকরি হারালেন হাজারের বেশি কর্মী। বরখাস্তের তালিকায় রয়েছেন চুক্তিভিত্তিক কর্মচারীরাও। সংবাদ সংস্থা ব্লুমবার্গের রিপোর্ট অনুযায়ী, লোকসান কমানোর লক্ষ্যে এই পদক্ষেপ করেছে ওলা ইলেকট্রিক।

Advertisement

এই ছাঁটাইয়ের ফলে ব্যাটারি চালিত গাড়ি নির্মাণকারী সংস্থাটির বেশ কয়েকটি বিভাগ বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে। তার মধ্যে রয়েছে পরিকাঠামো, গ্রাহক পরিষেবা, কাঁচামাল ক্রয় এবং তার ব্যবহার সংক্রান্ত দফতর। চুক্তিভিত্তিক এবং স্থায়ী কর্মীদের বরখাস্ত করা সংক্রান্ত খবর ছড়িয়ে পড়তেই সোমবার, ৩ মার্চ হু-হু করে নেমে যায় ওলা ইলেকট্রিকের শেয়ারের দর।

ব্রোকারেজ ফার্মগুলির দেওয়া তথ্য অনুযায়ী, এ দিন সংশ্লিষ্ট সংস্থার স্টকের দাম কমেছে ৫.৩৬ শতাংশ। ফলে ওলা ইলেকট্রিকের শেয়ার ৫২ সপ্তাহের মধ্যে সর্বনিম্ন দরে নেমে যায়। বম্বে স্টক এক্সচেঞ্জে (বিএসই) এই সংস্থার প্রতিটি শেয়ার বিক্রি হচ্ছে ৫৩.৭১ টাকায়। অর্থাৎ তালিকাভুক্তির পর থেকে হিসাব করলে ৬৬ শতাংশ সস্তা হয়েছে এই স্টক। এর দাম সর্বোচ্চ ১৫৭.৫৩ টাকায় উঠেছিল।

Advertisement

গত বছরের নভেম্বর থেকে শুরু করে শেষ চার মাসে এই নিয়ে দ্বিতীয় বার কর্মী ছাঁটাই করল ওলা ইলেকট্রিক। ২০২৪ সালের নভেম্বরে ৫০০ জন কর্মচারীকে বরখাস্ত করে এই গাড়ি নির্মাণকারী সংস্থা। ডিসেম্বর ত্রৈমাসিকে ওলা ইলেকট্রিকের লোকসানের পরিমাণ ৫০ শতাংশ বৃদ্ধি পায়। গত বছরের অগস্টে শেয়ার বাজারে তালিকাভুক্ত হয়েছিল ভাবিশ আগরওয়ালের সংস্থা।

২০২৪ সালের মার্চে ওলা ইলেকট্রিকের স্থায়ী ও চুক্তিভিত্তিক মিলিয়ে মোট কর্মী সংখ্যা ছিল প্রায় চার হাজার। অর্থাৎ এ বার এক চতুর্থাংশ কর্মচারীকে ছাঁটাই করল এই সংস্থা। এই ইস্যুতে ইতিমধ্যেই বিবৃতি দিয়েছে ভাবেশের কোম্পানি। সেখানে বলা হয়েছে, ‘‘খরচ কমানো এবং সংস্থার অভ্যন্তরীণ ব্যবস্থার পুনর্গঠনের জন্য কর্মী সংখ্যা হ্রাসের মতো কঠিন সিদ্ধান্ত নিতে হয়েছে।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement