Provident Fund

হঠাৎ প্রয়োজনে ভরসা প্রভিডেন্ট ফান্ড, কী কী কারণে, কতটা তোলা যায় টাকা?

হঠাৎ প্রয়োজন হলে বেসরকারি সংস্থার কর্মীরা প্রভিডেন্ট ফান্ড থেকে তুলতে পারবেন টাকা। এর জন্য রয়েছে সুনির্দিষ্ট কিছু নিয়ম।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০৩ মার্চ ২০২৫ ১৫:০৫
Share:

প্রতীকী ছবি।

বেসরকারি সংস্থার কর্মীদের ভবিষ্যৎ সুরক্ষিত করতে সারা দেশে চালু রয়েছে এমপ্লয়িজ় প্রভিডেন্ট ফান্ড বা ইপিএফ। নিয়ম অনুযায়ী, অবসরের পর এই তহবিল থেকে টাকা তুলতে পারেন গ্রাহক। তবে বিশেষ প্রয়োজনে ইপিএফের সঞ্চয় ভেঙে অর্থ প্রত্যাহারের সুযোগ রয়েছে। কোন কোন ক্ষেত্রে এই সুযোগ রয়েছে?

Advertisement

প্রভিডেন্ট ফান্ডের গ্রাহকেরা বিয়ে এবং উচ্চ শিক্ষার জন্য বছরে সর্বাধিক তিন বার অগ্রিম টাকা তুলতে পারেন। এর জন্য সংশ্লিষ্ট আবেদনকারীর অন্তত সাত বছরের সদস্যপদ থাকতে হবে। এ ছাড়া চিকিৎসার প্রয়োজনেও টাকা তোলার সুযোগ রয়েছে।

ইপিফের নিয়ন্ত্রণকারী সংস্থা এমপ্লয়িজ় প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজ়েশন (ইপিএফও) জানিয়েছে, গ্রাহক তাঁর অসুস্থতার জন্য সুদ-সহ সঞ্চিত অর্থ বা মাসিক বেতনের ছ’গুণ টাকা তুলতে পারেন। তবে সংশ্লিষ্ট আবেদনকারী সর্বোচ্চ এক লক্ষ টাকার বেশি পিএফ তহবিল থেকে অর্থ প্রত্যাহার করতে পারবেন না।

Advertisement

গ্রাহক শুধুমাত্র নিজের চিকিৎসার জন্যই পিএফ অ্যাকাউন্ট থেকে টাকা তুলতে পারবেন, এমনটা নয়। স্ত্রী, সন্তান এবং মা-বাবার চিকিৎসার জন্যও ওই তহবিল থেকে অর্থ প্রত্যাহারের সুযোগ পাবেন তিনি। পাশাপাশি, বাড়ি সংস্কারের জন্য প্রভিডেন্ট ফান্ড থেকে টাকা তুলতে পারেন গ্রাহক। তবে এ ক্ষেত্রে বাড়িটি বেসরকারি সংস্থার কর্মী বা তাঁর স্ত্রী বা উভয়ের নামে থাকতে হবে।

বাড়ি সংস্কারের জন্য অর্থ প্রত্যাহারের ক্ষেত্রে দ্বিতীয় শর্ত হল, গ্রাহকের চাকরির মেয়াদ কমপক্ষে পাঁচ বছর হতে হবে। এর চেয়ে কম দিন চাকরি করলে প্রভিডেন্ট ফান্ড থেকে টাকা তুলতে পারবেন না তিনি। এ ক্ষেত্রে বেতনের সর্বোচ্চ ১২ গুণ পর্যন্ত টাকা তুলতে পারবেন তিনি।

গৃহঋণের বকেয়া পরিশোধের জন্যও ইপিএফ তহবিল ব্যবহারের সুযোগ রয়েছে। গ্রাহক এই কারণ দেখিয়ে সংশ্লিষ্ট তহবিল থেকে ৯০ শতাংশ অর্থ প্রত্যাহার করতে পারেন। চাকরির মেয়াদ তিন বছর পূর্ণ হলে এই আবেদন করতে পারবেন তিনি।

গ্রাহকের চাকরি জীবন পাঁচ বছর পূর্ণ হলে বাড়ি বা জমি কেনার জন্য ইপিএফ থেকে টাকা তোলা যাবে। কোনও ব্যক্তি চাকরি হারালে বা ছাঁটাই হলে প্রভিডেন্ট ফান্ড তহবিল থেকে ৭৫ শতাংশ পর্যন্ত টাকা তুলে নিতে পারবেন। সংশ্লিষ্ট ব্যক্তি ৫৮ বছর বয়সে পৌঁছলে অবসরের সময়ে ইপিএফ থেকে পুরো টাকাই তুলে নিতে পারবেন।

প্রভিডেন্ট ফান্ড তহবিল থেকে প্রাপ্ত টাকার উপর রয়েছে আয়কর ছাড়। তবে চাকরির মেয়াদ পাঁচ বছর পূর্ণ হওয়ার আগেই ইপিএফ থেকে টাকা তোলার আবেদন করলে দিতে হবে টিডিএস (ট্যাক্স ডিডাকটেড অ্যাট সোর্স)। সংশ্লিষ্ট গ্রাহকের প্যান না থাকলে ৩৪.৬০৮ শতাংশ টিডিএস দিতে হবে তাঁকে। আর প্যানের সঙ্গে পিএফ অ্যাকাউন্ট সংযুক্ত থাকলে টিডিএসের পরিমাণ দাঁড়াবে ২০ শতাংশ। তবে এ ক্ষেত্রেও অর্থ প্রত্যাহারের পরিমাণ ৫০ হাজারের বেশি হলে আয়কর আইনের ৮০সি ধারা অনুযায়ী কর ছাড়ের দাবি করা যাবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement