Government

বকেয়া শোধে ঋণ মঞ্জুর 

বিদ্যুৎ সরবরাহের ৪৫ দিনের মধ্যে বিদ্যুৎ উৎপাদন এবং সংবহন সংস্থাগুলিকে পাওনাগণ্ডা মিটিয়ে দেওয়ার কথা বণ্টন সংস্থাগুলির।

Advertisement

সংবাদ সংস্থা 

নয়াদিল্লি শেষ আপডেট: ১৩ নভেম্বর ২০২০ ০৪:২৬
Share:

প্রতীকী ছবি

বকেয়ার ভারে জর্জরিত বিদ্যুৎ বণ্টন সংস্থাগুলিকে সুরাহা দিতে ঋণ প্রকল্প ঘোষণা করেছিল কেন্দ্র। বৃহস্পতিবার রাষ্ট্রায়ত্ত সংস্থা পিএফসি স্টক এক্সচেঞ্জকে জানিয়েছে, সেই প্রকল্পে ৩১ অক্টোবর পর্যন্ত ১.১৮ লক্ষ কোটি টাকা দেওয়া হয়েছে বণ্টন সংস্থাগুলিকে।

Advertisement

বিদ্যুৎ সরবরাহের ৪৫ দিনের মধ্যে বিদ্যুৎ উৎপাদন এবং সংবহন সংস্থাগুলিকে পাওনাগণ্ডা মিটিয়ে দেওয়ার কথা বণ্টন সংস্থাগুলির। তার চেয়ে দেরি হলে গুনতে হয় জরিমানা। কেন্দ্রের প্রাপ্তি পোর্টালের তথ্য অনুযায়ী, সেপ্টেম্বর পর্যন্ত বণ্টন সংস্থাগুলির কাঁধে বকেয়ার অঙ্ক ১.৩৮ লক্ষ কোটি টাকা। এর মধ্যে ১.২৬ লক্ষ কোটি মেয়াদ পার করে ফেলেছে।

গত দেড় বছর ধরে বণ্টন সংস্থাগুলি এমনিতেই নগদের সমস্যায় ভুগছে। তার উপরে করোনার সময়ে বিদ্যুতের চাহিদা কমায় উপভোক্তাদের থেকে অর্থ সংগ্রহও কমেছে তাদের। ফলে বকেয়ার অঙ্ক চড়েছে অনেকটা। এই পরিস্থিতিতে মে মাসে রাষ্ট্রায়ত্ত পিএফসি এবং আরইসি-র মাধ্যমে কম সুদে ঋণের জোগান দেওয়ার কথা ঘোষণা করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। পরে ৯০,০০০ কোটি টাকার সেই প্রকল্পের অঙ্ককে বাড়িয়ে ১.২ লক্ষ কোটি করা হয়।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন