Wholesale Price

১৩ মাসে সর্বনিম্ন! খুচরোর পর এ বার স্বস্তি দিল পাইকারির দামও

এমনিতে পাইকারির প্রভাব সঙ্গে সঙ্গে খুচরো ক্রেতাদের পকেটে পড়ে না। তবে অনেকেরই আশা, আগামী দিনে সেটা হলে সাধারণ মানুষ স্বস্তি পাবেন।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৫ মে ২০২৫ ০৮:৪৩
Share:

আগের বছরের এপ্রিলে পাইকারি মূল্যবৃদ্ধি ছিল ১.১৯%। —প্রতীকী চিত্র।

ইতিমধ্যেই খুচরো বাজারের মূল্যবৃদ্ধি গত মাসে ৩.১৬% ছুঁয়ে হয়েছে ছ’বছরের সর্বনিম্ন। এ বার পাইকারি বাজারে তা ০.৮৫ শতাংশে নেমে হল ১৩ মাসের মধ্যে সবচেয়ে কম। কেন্দ্রীয় হিসাবে দু’ক্ষেত্রেই এই কৃতিত্ব মূলত খাদ্যপণ্যের কমতে থাকা দামের। সংশ্লিষ্ট মহলের মতে, এমনিতে পাইকারির প্রভাব সঙ্গে সঙ্গে খুচরো ক্রেতাদের পকেটে পড়ে না। তবে অনেকেরই আশা, আগামী দিনে সেটা হলে সাধারণ মানুষ স্বস্তি পাবেন।

আগের বছরের এপ্রিলে পাইকারি মূল্যবৃদ্ধি ছিল ১.১৯%। গত মার্চে ২.০৫%। ফলে অর্থনীতিবিদ অজিতাভ রায়চৌধুরী বলেন, ‘‘খাদ্যপণ্যের দাম কমায় খুচরোর পরে পাইকারি বাজারেও মূল্যবৃদ্ধির হার কমার আশা ছিল। তবে এখন চাহিদা কম। তাই দাম তেমন বাড়েনি। কিন্তু বিশ্ব বাজারে তেলের দাম কমলেও তার সুবিধা পাইনি আমরা। সেটা পেলে ছবিটা আরও ভাল হত। আগামী দিনের হার বর্ষার উপর অনেকটাই নির্ভর করবে।’’

গত মাসে খাদ্যপণ্যের পাইকারি দাম কমেছে ০.৮৬%। আনাজ কমেছে ১৮.২৬%, আলু ২৪.৩০%, ডাল ৫.৫৭%। পেঁয়াজের মূল্যবৃদ্ধি ০.২০%। মার্চে ছিল ২৬.৬৫%। ফলের ক্ষেত্রে দাম বৃদ্ধির হার ২০.৭৮% থেকে কমে হয়েছে ৮.৩৮%।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন

এটি একটি প্রিমিয়াম খবর…

  • প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর

  • সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ

  • সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে

সাবস্ক্রাইব করুন