GST

জিএসটি সংক্রান্ত বিবাদ মেটাতে বড় পদক্ষেপ, দেশ জুড়ে চালু আপিল আদালত

জিএসটি সংক্রান্ত বিবাদের মীমাংসা কমিশনারের আপিল আদালতে না হলে ব্যবসায়ী কিংবা জিএসটি কর্তৃপক্ষ জিএসটি আপিল আদালতে যেতে পারবেন।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৪ জানুয়ারি ২০২৬ ১০:২১
Share:

—প্রতীকী চিত্র।

জিএসটি সংক্রান্ত মামলার দ্রুত মীমাংসা করতে দেশ জুড়ে চালু হল আপিল আদালত (জিএসটি আপিল ট্রাইবুনাল)। বিভিন্ন রাজ্যে মোট ৩১টি বেঞ্চ। এর একটি কলকাতায়। নয়াদিল্লিতে প্রিন্সিপাল বা প্রধান বেঞ্চ। আপিলের শুনানি শুরু হবে আগামী জুনের পরে। আবেদন করতে হবে অনলাইনে, আদালতের নির্দিষ্ট পোর্টালে। জিএসটি সংক্রান্ত বিবাদের মীমাংসা কমিশনারের আপিল আদালতে না হলে ব্যবসায়ী কিংবা জিএসটি কর্তৃপক্ষ জিএসটি আপিল আদালতে যেতে পারবেন।

প্রধান বেঞ্চের প্রেসিডেন্ট বা মুখ্য বিচারক ঝাড়খণ্ড হাই কোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি সঞ্জয় মিশ্র। কলকাতা বেঞ্চে কলকাতা হাই কোর্টের প্রাক্তন বিচারপতি জিএস চট্টোপাধ্যায়। সম্প্রতি বণিকসভা বেঙ্গল চেম্বার এবং ট্যাক্স কানেক্ট অ্যাডভাইজ়রিসার্ভিসেস-এর সভায় সঞ্জয় বলেন, ‘‘৫.৮২ লক্ষ মামলা কমিশনারের আপিল কোর্টে রয়েছে। তার একাংশ ট্রাইবুনালে আসতে পারে।’’ সূত্রের খবর আপিল মামলার সংখ্যা ২ লক্ষে পৌঁছতে পারে।

সঞ্জয় জানান, গত ৩১ মার্চ পর্যন্ত ট্রাইবুনালে হওয়া মামলায় ব্যবসায়ী বা জিএটি কর্তৃপক্ষ, কেউ আপিলে যেতে চাইলে আবেদন করতে হবে জুনের মধ্যে। বেঙ্গল চেম্বারের জাতীয় আর্থিক এবং কর বিষয়ক কমিটির চেয়ারম্যান বিবেক জালান অবশ্য বলছেন, ‘‘অনলাইনে আবেদনে কিছু সমস্যা নজরে এসেছে। সমাধান সংক্রান্ত সুপারিশ প্রিন্সিপাল বেঞ্চে জমা দিয়েছি। আপিল ট্রাইবুনালে সেটাই তোলা যাবে, যা কমিশনারের কাছে গিয়েছে।’’ এতে লাভ হবে ব্যবসায়ীদের, দাবি কনফেডারেশন অব ওয়েস্ট বেঙ্গল ট্রেড অ্যাসোসিয়েশনসের সভাপতি সুশীল পোদ্দারের।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন

এটি একটি প্রিমিয়াম খবর…

  • প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর

  • সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ

  • সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে

সাবস্ক্রাইব করুন