বাজারে উইন্ডোজ-১০ আনল মাইক্রোসফট

দীর্ঘ অপেক্ষায় দাঁড়ি। প্রায় তিন বছর পরে বুধবার ভারত-সহ বিশ্বের ১৯০টি দেশের বাজারে পা রাখল মাইক্রোসফটের নতুন অপারেটিং সিস্টেম উইন্ডোজ-১০। যাকে হাতিয়ার করেই এ বার অ্যাপল বা গুগ্‌লকে টেক্কা দেওয়ার ছক কষেছেন সংস্থার চিফ এগ্‌জিকিউটিভ সত্য নাদেল্লা।

Advertisement

সংবাদ সংস্থা

নিউ ইয়র্ক শেষ আপডেট: ৩০ জুলাই ২০১৫ ০৩:৩৬
Share:

দিল্লির অনুষ্ঠানে মাইক্রোসফট ইন্ডিয়ার উইন্ডোজ বিভাগের ডিরেক্টর বিনীত দুরানি। ছবি: পিটিআই।

দীর্ঘ অপেক্ষায় দাঁড়ি। প্রায় তিন বছর পরে বুধবার ভারত-সহ বিশ্বের ১৯০টি দেশের বাজারে পা রাখল মাইক্রোসফটের নতুন অপারেটিং সিস্টেম উইন্ডোজ-১০। যাকে হাতিয়ার করেই এ বার অ্যাপল বা গুগ্‌লকে টেক্কা দেওয়ার ছক কষেছেন সংস্থার চিফ এগ্‌জিকিউটিভ সত্য নাদেল্লা।

Advertisement

অ্যান্ড্রয়েড এবং আই ও এস অপারেটিং সিস্টেম দু’টির দৌলতে ইতি -মধ্যেই স্মার্ট ফোন বাজারের বেশির ভাগ অংশ যথাক্রমে গুগ্‌ল ও অ্যাপলের দখলে। সেই আধিপত্য ভাঙতে নাদেল্লার সংস্থা এক দিকে, উইন্ডোজ-১০ ’কে এমন ভাবে তৈরি করেছে, যাতে ডেস্কটপ কম্পিউটার, স্মার্ট ফোন ও ল্যাপটপ— এই তিন যন্ত্রেই তা ব্যবহার করা যায়। অন্য দিকে, বাজারে যতটা সম্ভব বেশি ছড়িয়ে দেওয়ার জন্য এখন নিখরচায় সেটি ইনস্টল করার সুবিধাও এনেছে সংস্থা। যাঁদের কাছে আসল উইন্ডোজ ৭ বা ৮.১ সফটওয়্যারের সংস্করণ আছে, তাঁরাই শুধু এই সুযোগ পাবেন।

বিশেষজ্ঞদের মতে, এক সময়ের প্রধান ব্যবসা পার্সোনাল কম্পিউটার যখন প্রতিকূল অবস্থার মধ্যে দিয়ে চলেছে, তখন মাইক্রোসফটকে দিশা দেখাবে নতুন সংস্করণটি। এই লক্ষ্যে সংস্থাও এ বার উইন্ডোজ-এর পুরনো সংস্করণগুলিতে থাকা অভাব-অভিযোগ শুধরে নেওয়ার চেষ্টা করেছে উইন্ডোজ-১০ এ। এটিকে আরও দ্রুত কাজ শুরুর ক্ষমতাসম্পন্ন করা হয়েছে। আনা হয়েছে নতুন ইন্টারনেট এক্সপ্লোরার ‘এজ’। তবে মাইক্রোসফট জানিয়েছে, উইন্ডোজ-১০ চালিত কম্পিউটার বা ট্যাবলেট এখন বাজারে এলেও, স্মার্ট ফোন আসবে বছর শেষে।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন