Indian Postal Department

চালু হবে পুরোদস্তুর ডিজিটাল পরিষেবা, শনিবার বন্ধ থাকবে রাজ্যের বেশির ভাগ ডাকঘর

প্রথমে ঠিক হয় ওয়েস্ট বেঙ্গল সার্কলের পূর্ব কলকাতা, দক্ষিণ হুগলি, দক্ষিণ দিনাজপুর ছাড়া বাকি ২৪টি অঞ্চলের ডাকঘরে ৫ অগস্ট থেকে পুরোদস্তুর ডিজিটাল পরিষেবা চালু হবে।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০১ অগস্ট ২০২৫ ০৮:৫২
Share:

মাসের গোড়াতেই পরিষেবা বন্ধ রাখা নিয়ে আপত্তি উঠেছে। —প্রতীকী চিত্র।

আগামিকাল, শনিবার রাজ্যের বেশির ভাগ ডাকঘরেই বন্ধ থাকবে পরিষেবা। এর আগে সোমবার, ৪ অগস্ট পরিষেবা মিলবে না জানানো হয়েছিল। ডাক বিভাগের দাবি, সেটাই ২ অগস্টে এগিয়ে আনা হয়েছে।

প্রথমে ঠিক হয় ওয়েস্ট বেঙ্গল সার্কলের পূর্ব কলকাতা, দক্ষিণ হুগলি, দক্ষিণ দিনাজপুর ছাড়া বাকি ২৪টি অঞ্চলের ডাকঘরে ৫ অগস্ট থেকে পুরোদস্তুর ডিজিটাল পরিষেবা চালু হবে। তার প্রস্তুতির জন্য ওই সব জায়গায় ডাক পরিষেবা বন্ধ থাকবে ৪ অগস্ট। পরিবর্তিত সিদ্ধান্তে ডাকঘরগুলি ডিজিটাল হবে সোমবার, ৪ অগস্ট থেকে। তার প্রস্তুতি চলবে শনিবার। ফলে ওই দিন সেভিংস ব্যাঙ্ক অ্যাকাউন্ট-সহ স্বল্প সঞ্চয় প্রকল্প, রেজিস্ট্রি বা স্পিড পোস্ট, মানি অর্ডার, পার্সেল কোনও পরিষেবাই মিলবে না। শুধু পূর্ব কলকাতা, দক্ষিণ হুগলি, দক্ষিণ দিনাজপুরের ডাকঘরে পরিষেবা। কারণ, ১৫ জুলাই থেকে সেখানে নয়া প্রযুক্তি চালু হয়ে গিয়েছে।

তবে মাসের গোড়াতেই পরিষেবা বন্ধ রাখা নিয়ে আপত্তি উঠেছে। সংশ্লিষ্ট মহলের দাবি, এই সময়ে প্রবীণেরা পেনশন এবং জমা প্রকল্পের টাকা তোলেন। সুদ নির্ভর মানুষের বড় অংশ ডাকঘর নির্ভর। তাঁদের অনেকে সমস্যায় পড়তে পারেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন

এটি একটি প্রিমিয়াম খবর…

  • প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর

  • সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ

  • সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে

সাবস্ক্রাইব করুন