সাইরাসকে টাটার পদে ফেরানোর নির্দেশ

তিন বছর এক মাস ছাব্বিশ দিন। পাশা উল্টে যেতে ঠিক এতটাই সময় লাগল।

Advertisement

সংবাদ সংস্থা

নয়াদিল্লি শেষ আপডেট: ১৯ ডিসেম্বর ২০১৯ ০৫:১৭
Share:

সাইরাস মিস্ত্রি।

তিন বছর এক মাস ছাব্বিশ দিন। পাশা উল্টে যেতে ঠিক এতটাই সময় লাগল।

Advertisement

বুধবার জাতীয় কোম্পানি আইন ট্রাইবুনালের আপিল আদালত (এনসিএলএটি) রায় ঘোষণার পরে টাটা সাম্রাজ্যের ইতিহাসে রতন টাটা ও সাইরাস মিস্ত্রির ‘কর্পোরেট লড়াই’-এর পাতায় লেখা হল পুরোদস্তুর উলট-পুরাণ। টাটা সন্স-এর এগ্‌জ়িকিউটিভ চেয়ারম্যান পদে মিস্ত্রিকে পুনর্বহালের নির্দেশ দিল এনসিএলএটি। ২০১৬ সালের ২৪ অক্টোবর টাটাদের সদর দফতর বম্বে হাউসে পর্ষদের বৈঠক শুরুর মিনিট পাঁচেক আগে আচমকাই ওই পদ থেকে বিতাড়িত হন মিস্ত্রি।

এনসিএলএটি বলেছে সাইরাসকে সরানোর সিদ্ধান্ত ছিল দমনমূলক। তাঁর পরে টাটা সন্স-এর প্রধান পদে এন চন্দ্রশেখরনের নিয়োগকেও বেআইনি তকমা দিয়েছে তারা। তবে রায় কার্যকরের প্রক্রিয়া চার সপ্তাহ স্থগিত থাকবে। যাতে টাটারা আবেদনের সুযোগ পায়। টাটাদের মূল সংস্থা টাটা সন্স-এর প্রায় ১৮.৪% মালিকানা নির্মাণ সংস্থা শাপুরজি-পালোনজি গোষ্ঠীর হাতে। সাইরাস তার চেয়ারম্যান পালোনজি মিস্ত্রির ছেলে। এ দিন তিনি বলেন, ‘‘এটা ভাল পরিচালনার নীতি ও সংখ্যালঘু শেয়ারহোল্ডারদের অধিকারের জয়।’’ আর টাটা সন্স-এর বার্তা, আইনি পথে মোকাবিলা করা হবে।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন