Income Tax Return

উঠে যাবে ‘মূল্যায়ন বছর’, নতুন আয়কর বিলে বড় বদল আসছে রিটার্ন জমা দেওয়ার নিয়মে?

সংসদে যে কোনও দিন পেশ হতে পারে নতুন আয়কর বিল। এর সাহায্যে ‘মূল্যায়ন বছর’ বদলে ‘করবর্ষ’ চালু করার পরিকল্পনা রয়েছে কেন্দ্রের, খবর সূত্রের।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১২ ফেব্রুয়ারি ২০২৫ ১৭:০১
Share:

—প্রতীকী ছবি।

এ বার আয়করের ক্ষেত্রে উঠে যাবে ‘মূল্যায়ন বছর’ (অ্যাসেসমেন্ট ইয়ার)। সেই জায়গায় ‘করবর্ষ’ (ট্যাক্স ইয়ার) চালু করার পরিকল্পনা রয়েছে কেন্দ্রের। নতুন আয়কর বিল সংসদে পেশ হওয়ার মুখে সূত্র মারফৎ প্রকাশ্যে এল এই খবর। বলা বাহুল্য, সংশ্লিষ্ট বিলটি আইনে রূপান্তরিত হলে আয়কর রিটার্ন জমা দেওয়ার নিয়মে আসবে বড় বদল।

Advertisement

বর্তমানে দেশে ১৯৬১ সালের আয়কর আইন চালু রয়েছে। এতে রিটার্ন ফাইলিংয়ের ক্ষেত্রে ‘মূল্যায়ন বছর’ এবং ‘পূর্ববর্তী বছর’ (প্রিভিয়াস ইয়ার) শব্দ দু’টি ব্যবহারের কথা বলা হয়েছে। সূত্রের খবর, নতুন বিল আয়করের আইনকে সহজ করতে দু’টির জায়গায় শুধু মাত্র ‘কর বর্ষ’ রাখবে সরকার। এই ‘কর বর্ষ’ হবে ১২ মাসের। এর সময় সীমা অর্থবর্ষের সঙ্গে সামঞ্জস্য রেখে ১ এপ্রিল থেকে ৩১ মার্চ পর্যন্ত ধার্য করা হয়েছে।

অর্থ মন্ত্রক সূত্রে খবর, নতুন আয়কর বিলে ‘কর বর্ষ’ বলতে কী বোঝানো হচ্ছে, তার উল্লেখ রয়েছে। কোনও ব্যক্তি একটি আর্থিক বছরের যে সময়কালে আয় করবেন, সেটুকুকেই কর বর্ষের আওতায় আনার পরিকল্পনা রয়েছে নরেন্দ্র মোদী সরকারের। অর্থবর্ষের সঙ্গে করবর্ষের সামঞ্জস্য থাকায় এতে করদাতাদের হিসাব করতে খুবই সুবিধা হবে বলে মনে করা হচ্ছে।

Advertisement

১৯৬১ সালের আয়কর আইনে রিটার্ন ফাইলিঙের ক্ষেত্রে দ্বিস্তরীয় ব্যবস্থা রাখা হয়েছে। এতে পূর্ববর্তী বছর বদতে যে সময়কালে করদাতা আয় করবেন, তাকে বোঝানো হয়েছে। আর মূল্যায়ন বছর হল সংশ্লিষ্ট ব্যক্তির অর্জিত আয়ের পরবর্তী বছর। সেখানে আগের বছরের আয় মূল্যায়ন করে কর আরোপ করবে আয়কর বিভাগ।

উদাহরণ হিসাবে ২০২৪ সালের ১ এপ্রিল থেকে চলতি বছরের ৩১ মার্চ পর্যন্ত সময়কালকে ধরা যেতে পারে। বর্তমান নিয়মে এই সময়সীমার মূল্যায়ন বছর হবে ২০২৫-’২৬। ফলে এতে বিভ্রান্তি তৈরির সম্ভাবনা রয়েছে। পুরনো নিয়ম বদলে এ ক্ষেত্র কর বর্ষ ২০২৪-’২৫ করতে চলেছে কেন্দ্র, খবর সূত্রের।

চলতি বছরের ১ ফেব্রুয়ারি সংসদে বাজেট পেশ করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। বাজেট বক্তৃতাতেই নতুন আয়কর বিল আনার কথা ঘোষণা করেন তিনি। ইতিমধ্যেই তার অনুমোদন দিয়ে দিয়েছে মোদী মন্ত্রিসভা। ফলে নতুন বিলটির সংসদে পেশ হওয়ার প্রহর গুণছে গোটা দেশ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement