দেশে ডাল বিক্রি ডাকঘর থেকেও

ডালের দামে রাশ টেনে সাধারণ মানুষকে স্বস্তি দিতে বদ্ধপরিকর কেন্দ্র। সেই কারণে বেআইনি মজুতদারি রুখতে এ বার ডাকঘর থেকে ডাল বিক্রি শুরু করবে তারা। দেশ জুড়ে শীঘ্রই এই বিপণন শুরু হবে বলে শনিবার জানিয়েছেন কেন্দ্রীয় খাদ্য ও গণবণ্টন মন্ত্রী রামবিলাস পাসোয়ান।

Advertisement

সংবাদ সংস্থা

জম্মু শেষ আপডেট: ১৬ অক্টোবর ২০১৬ ০১:৫৬
Share:

ডালের দামে রাশ টেনে সাধারণ মানুষকে স্বস্তি দিতে বদ্ধপরিকর কেন্দ্র। সেই কারণে বেআইনি মজুতদারি রুখতে এ বার ডাকঘর থেকে ডাল বিক্রি শুরু করবে তারা। দেশ জুড়ে শীঘ্রই এই বিপণন শুরু হবে বলে শনিবার জানিয়েছেন কেন্দ্রীয় খাদ্য ও গণবণ্টন মন্ত্রী রামবিলাস পাসোয়ান।

Advertisement

মন্ত্রী জানিয়েছেন, সব জায়গাতেই ডাকঘরের শাখা রয়েছে। ফলে সরকারি দরে সেখান থেকে ডাল বিক্রি করলে কালোবাজারি সহজেই ঠেকানো যাবে বলে দাবি তাঁর। ডালের জোগান বাড়িয়ে তার চড়া দাম নিয়ন্ত্রণে আনতেই এই সিদ্ধান্ত। তাঁর আরও দাবি ইতিমধ্যেই অসাধু ব্যবসা বাগে এনে ডালের দাম অনেকটা কমানো সম্ভব হয়েছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন