পিএফের আওতা বাড়াতে প্রকল্প

প্রভিডেন্ট ফান্ডের আওতায় আরও বেশি কর্মীকে আনার উদ্দেশ্যে বিশেষ প্রকল্প চালু করেছেন কর্তৃপক্ষ। কর্মীদের পিএফের তালিকাভুক্ত করায় উৎসাহ দিতে নিয়োগকারীকে বেশ কিছু সুবিধা দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে ওই প্রকল্পে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৫ জানুয়ারি ২০১৭ ০২:১৩
Share:

প্রভিডেন্ট ফান্ডের আওতায় আরও বেশি কর্মীকে আনার উদ্দেশ্যে বিশেষ প্রকল্প চালু করেছেন কর্তৃপক্ষ। কর্মীদের পিএফের তালিকাভুক্ত করায় উৎসাহ দিতে নিয়োগকারীকে বেশ কিছু সুবিধা দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে ওই প্রকল্পে। আঞ্চলিক প্রভিডেন্ট ফান্ড কমিশনার রাজীব ভট্টাচার্য জানান, প্রকল্পটি ৩১ মার্চ পর্যন্ত চালু থাকবে।

Advertisement

প্রসঙ্গত, যোগ্যতা থাকা সত্ত্বেও বেশ কিছু কর্মীকে ২০০৯ সালের ১ এপ্রিল থেকে ২০১৬ সালের ৩১ ডিসেম্বরের মধ্যে প্রভিডেন্ট ফান্ডের আওতায় আনা হয়নি। সেই কারণে নিয়োগকারীকে পিএফ আইনের ১৪বি ধারায় ক্ষতিপূরণ দিতে হত। ওই কর্মীদের এ বার সেই সুযোগ দেওয়া হলে বছরে শুধু ১ টাকা করে ক্ষতিপূরণ দিয়েই রেহাই পাবেন সংশ্লিষ্ট নিয়োগকর্তা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement