দেশ জুড়ে বৈদ্যুতিন চা নিলাম নিয়ে রয়েই গেল প্রশ্ন

বিতর্ককে সঙ্গী করে শেষ হল দেশ জোড়া বৈদ্যুতিন চা নিলামের প্রথম পর্ব। তার সাফল্য দাবি করল কেন্দ্র এবং টি বোর্ড। কিন্তু চা শিল্পের দাবি, সমস্যা মেটেনি।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৬ জুন ২০১৬ ০৭:৫২
Share:

বিতর্ককে সঙ্গী করে শেষ হল দেশ জোড়া বৈদ্যুতিন চা নিলামের প্রথম পর্ব। তার সাফল্য দাবি করল কেন্দ্র এবং টি বোর্ড। কিন্তু চা শিল্পের দাবি, সমস্যা মেটেনি।

Advertisement

শনিবারই ছ’টি নিলাম কেন্দ্রে শেষ হল নতুন ব্যবস্থার প্রথম পর্ব। এখন এক নিলাম কেন্দ্রের নথিভুক্ত ক্রেতা অন্য কেন্দ্রের সদস্য না-হয়েও সেখান থেকে কেনার সুযোগ পাবেন। সংশ্লিষ্ট সূত্রের খবর, শিলিগুড়ি ও গুয়াহাটি কেন্দ্রের দু’জন করে ও কোয়েম্বত্তুরের এক জন কলকাতা কেন্দ্র থেকে চা কিনেছেন। যদিও ওই কেন্দ্রের এক সদস্যের দাবি, গুয়াহাটি ও কোয়েম্বত্তুরের ক্রেতাদের ক্ষেত্রে ভ্যাটের বিষয়টি কী ভাবে কার্যকর হবে তা এখনও নিশ্চিত নয়। তা ছাড়া, তামিলনাড়ুর ভ্যাট-রেজিস্ট্রেশন না থাকায় এ দিনও কলকাতার ক্রেতারা কুন্নুড় বা কোয়েম্বত্তুরের নিলামে অংশ নিতে পারেননি। তা হলে এই নতুন ব্যবস্থায় লাভ কী, প্রশ্ন শিল্পমহলের।

এ দিন বাণিজ্যমন্ত্রী নির্মলা সীতারামন ব্যবস্থা খতিয়ে দেখেছেন। তাঁর মতে, পাওনা পেতে সময় লাগে। তাই অনেকে নিলামে চা বিক্রি করতে চান না। ব্যবস্থা দ্রুত হলে সমস্যা মিটবে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement