সবার আগে ব্যাঙ্কের খাতা পরিষ্কারে জোর রাজন, ব্যাঙ্ক কর্তার

একই সুরে এ দিন মার্চেন্ট চেম্বারের এক সভায় খারাট বলেন, ‘‘এই মুহূর্তে ব্যাঙ্কগুলির সামনে সব থেকে বড় সমস্যা অনুৎপাদক সম্পদ। ব্যাঙ্কগুলির উচিত সর্বশক্তি দিয়ে এই সমস্যার সমাধানে উদ্যোগী হওয়া। এই সময়ে সংযুক্তির বিষয়টি আনা হলে যা ব্যাহত হওয়ার সম্ভাবনা।’’

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ১৩ সেপ্টেম্বর ২০১৭ ০৩:৪৫
Share:

ফাইল চিত্র।

সংযুক্তি জরুরি। কিন্তু সবচেয়ে আগে ব্যাঙ্কগুলির হিসেবের খাতা (ব্যালান্স শিট) পরিষ্কার করা প্রয়োজন বলে মঙ্গলবার ফের সওয়াল করলেন রিজার্ভ ব্যাঙ্কের প্রাক্তন গভর্নর রঘুরাম রাজন। আর এ দিন কলকাতায় সেই একই মত প্রকাশ করলেন ইন্ডিয়ান ব্যাঙ্কের ম্যানেজিং ডিরেক্টর এবং সিইও কিশোর খারাট-ও।

Advertisement

রাজনের মতে, অনুৎপাদক সম্পদের বোঝা কমিয়ে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলির স্বাস্থ্য ফেরানোতেই সবচেয়ে প্রথমে জোর দেওয়া উচিত। আর সে জন্য দরকার তাদের হিসেবের খাতা পরিষ্কার করা। তার পরে ব্যাঙ্কগুলিকে মূলধন জুগিয়ে চাঙ্গা করে তোলা ও পেশাদার পরিচালন পর্ষদ নিয়োগের পক্ষেও মত প্রকাশ করেন তিনি। রাজনের মতে, এই পুরো প্রক্রিয়া সম্পূর্ণ হলে তবে একটি ব্যাঙ্ককে অন্যটির সঙ্গে মিশিয়ে দেওয়ার পদক্ষেপ করা যেতে পারে।

একই সুরে এ দিন মার্চেন্ট চেম্বারের এক সভায় খারাট বলেন, ‘‘এই মুহূর্তে ব্যাঙ্কগুলির সামনে সব থেকে বড় সমস্যা অনুৎপাদক সম্পদ। ব্যাঙ্কগুলির উচিত সর্বশক্তি দিয়ে এই সমস্যার সমাধানে উদ্যোগী হওয়া। এই সময়ে সংযুক্তির বিষয়টি আনা হলে যা ব্যাহত হওয়ার সম্ভাবনা।’’

Advertisement

বিশ্বায়নের যুগে প্রতিযোগিতায় টিকে থাকতে ব্যাঙ্কের মাপ বড় হওয়া জরুরি বলে মত কেন্দ্রের। এই লক্ষ্যে স্টেট ব্যাঙ্কের সঙ্গে পাঁচ সহযোগী ব্যাঙ্ক ও মহিলা ব্যাঙ্ককে মেশানো হয়েছে। অন্যদের ক্ষেত্রেও ব্যাঙ্ক কর্তাদের
মতামত জানতে চাওয়া হচ্ছে।

এই দিন খারাট জানান, ইন্ডিয়ান ব্যাঙ্কে কেন্দ্রের অংশীদারি ৮২% থেকে কমিয়ে অন্তত ৭৫% করা হবে। এ নিয়ে শীঘ্রই সিদ্ধান্ত নেবে পর্ষদ।

নোট বাতিল বিতর্ক: নোট বাতিলের পরে কালো টাকার একটি বড় অংশ ব্যাঙ্কে আর ফিরবে না বলে আশা থাকলেও, তা শেষমেশ মেটেনি বলে মত রিজার্ভ ব্যাঙ্কের প্রাক্তন ডেপুটি গভর্নর এস এস মুন্দ্রার। তবে বেঙ্গল চেম্বারের সভার ফাঁকে তাঁর বক্তব্য, নোট ফিরলেও, হাতে আসা তথ্য অনেক কাজে লাগবে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন