RBI introduces bank.in

নিমেষে চেনা যাবে ভুয়ো ওয়েবসাইট, ডিজিটাল জালিয়াতি ঠেকাতে নতুন ডোমেন আনছে আরবিআই

অনলাইন প্রতারণা ঠেকাতে নতুন ইন্টারনেট ডোমেন চালু করার কথা ঘোষণা করল রিজ়ার্ভ ব্যাঙ্ক। চলতি বছরের এপ্রিল থেকে কাজ শুরু করবে ওই ডোমেন।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০৭ ফেব্রুয়ারি ২০২৫ ১৩:৫৪
Share:

—প্রতীকী ছবি।

অনলাইন আর্থিক জালিয়াতি ঠেকাতে নতুন ইন্টারনেট ডোমেন চালু করবে রিজ়ার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া বা আরবিআই। শুক্রবার, ৭ ফেব্রুয়ারি তিন দিনের মুদ্রানীতি কমিটির বৈঠকের পর এ কথা ঘোষণা করেন কেন্দ্রীয় ব্যাঙ্কের গভর্নর সঞ্জয় মলহোত্র। ওই ডোমেনের নাম ‘ডট ব্যাঙ্ক ডট ইন’ (.bank.in) রাখা হয়েছে বলে বলে জানিয়েছেন তিনি।

Advertisement

এ দিন আরবিআই গভর্নর সঞ্জয় মলহোত্র বলেন, ‘‘আগামী এপ্রিল থেকে চালু হবে নতুন ইন্টারনেট ডোমেন। এর সাহায্যে গ্রাহকরা বৈধ ও অবৈধ ব্যাঙ্ক ওয়েবসাইটগুলিকে সহজে চিহ্নিত করতে পারবেন।’’

গত কয়েক বছরে দেশে অনেকটাই বেড়েছে ডিজিটাল ব্যাঙ্কিং। সেই সঙ্গে পাল্লা দিয়ে বৃদ্ধি পেয়েছে অনলাইন প্রতারণা। এই পরিস্থিতিতে ওই অপরাধ ঠেকাতে সকলের যৌথ সহযোগিতার প্রয়োজন রয়েছে বলে জানিয়েছে আরবিআই।

Advertisement

এ দিন রিজ়ার্ভ ব্যাঙ্কের গভর্নর বলেন, ‘‘ডিজিটাল জালিয়াতির সূচক বৃদ্ধি সত্যিই উদ্বেগের। সমস্ত অংশীদারকে এ ব্যাপারে পদক্ষেপ করতে হবে। অনলাইন প্রতারণা ঠেকাতেই নতুন ইন্টারনেট ডোমেন আনা হচ্ছে।’’

ডিজিটাল লেনদেনে তথ্য যাচাইয়ের ক্ষেত্রে একাধিক স্তর বৃদ্ধি করে গ্রাহকদের অর্থ সুরক্ষিত করার কথা বলেছে আরবিআই। আন্তর্জাতিক অনলাইন লেনদেনের ক্ষেত্রেও এই নিয়ম কঠোর ভাবে মানার প্রস্তাব দিয়েছে কেন্দ্রীয় ব্যাঙ্ক।

গত ৫ ফেব্রুয়ারি থেকে চলা মুদ্রানীতি কমিটির বৈঠকে সর্বসম্মতিতে রেপো রেট বা সুদের হার কমানোর সিদ্ধান্ত নিয়েছে আরবিআই। এ দিন রেপো রেটের ক্ষেত্রে ২৫ বেসিস পয়েন্ট কমানোর কথা ঘোষণা করেন গভর্নর সঞ্জয় মলহোত্র। ফলে রিজার্ভ ব্যাঙ্কের সুদের হার ৬.৫ শতাংশ থেকে কমে ৬.২৫ শতাংশে এসে দাঁড়িয়েছে। এর জেরে গাড়ি বা বাড়ির ঋণের ক্ষেত্রে কমবে মাসিক কিস্তির অঙ্ক, দাবি আর্থিক বিশ্লেষকদের।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement