চারটি ব্যাঙ্ক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানের রেজিস্ট্রেশন বাতিল করল রিজ়ার্ভ ব্যাঙ্ক। ছবি: সংগৃহীত।
আইন ভেঙে অনুমতি ছাড়া মূলধন খরচ করার জের। রিজ়ার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার (আরবিআই) কড়া শাস্তির মুখে পড়ল চারটি ব্যাঙ্ক বর্হিভূত আর্থিক সংস্থা বা এনবিএফসি (নন-ব্যাঙ্কিং ফিন্যান্সশিয়াল কর্পোরেশন)। লাইসেন্স বাতিল করে তাদের দরজায় তালা ঝুলিয়েছে ভারতের কেন্দ্রীয় ব্যাঙ্ক। তালিকায় আছে এ রাজ্যের তিনটি সংস্থার নাম। কী হবে সেখানকার গ্রাহকদের? আদৌ কি ফেরত পাবেন জমা রাখা টাকা? এই নিয়ে তুঙ্গে উঠেছে জল্পনা।
চলতি বছরের ১১ ডিসেম্বর মোট চারটি এনবিএফসির রেজিস্ট্রেশন বাতিল করে আরবিআই। ফলে কোনও ভাবেই আর আর্থিক লেনদেন সংক্রান্ত ব্যবসা করতে পারবে না তারা। রিজ়ার্ভ ব্যাঙ্কের এ-হেন কড়া শাস্তির মুখে পড়ে ব্যাঙ্ক বহির্ভুত সংস্থাগুলি হল, পশ্চিমবাংলার জেম ইনভেস্টমেন্টস অ্যান্ড ট্রেডিং কোং প্রাইভেট লিমিটেড, ভিস্টার ফাইন্যান্সিয়ার্স এবং অম্বিকা বার্টার প্রাইভেট লিমিটেড। এ ছাড়া লাইসেন্স বাতিল হয়েছে চণ্ডীগড়ের শ্রী লক্ষভি ফিনান্সিয়াল সার্ভিসেস লিমিটেডের।
অভিযুক্ত এই চার এনবিএফসির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পর বিজ্ঞপ্তি জারি করে আরবিআই। সেখানে কেন্দ্রীয় ব্যাঙ্কটি জানিয়েছে, ১৯৩৪ সালে রিজ়ার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া আইনের ৪৫-আইএ (৬) ধারায় এই পদক্ষেপ করা হয়েছে। আরবিআইয়ের এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে আদালতের দ্বারস্থ অবশ্য হতে পারবে সংশ্লিষ্ট চার ব্যাঙ্ক বহির্ভুত আর্থিক সংস্থা।
অন্য দিকে রিজ়ার্ভ ব্যাঙ্কের কাছে রেজিস্ট্রেশন সার্টিফিকেট জমা করেছে আরও চারটি এনবিএফসি। তার মধ্যে ওয়াইজি ক্যাপিটাল লিমিটেড আর্থিক লেনদেন সংক্রান্ত ব্যবসা থেকে পুরোপুরি বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এ ছাড়া ইন্টেল ইনভোফিন ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড অনিবন্ধিত কোর ইনভেস্টমেন্ট সংস্থা হিসাবে ব্যবসা চালাতে চাইছে। আরবিআইয়ের আইন অনুযায়ী, তার জন্য রেজিস্ট্রেশনের কোনও প্রয়োজন নেই।
এগুলিকে বাদ দিলে রেজিস্ট্রেশন ফিরিয়েছে গঙ্গোত্রী কমোডিটিস অ্যান্ড ইনভেস্টমেন্ট এবং পারকিন ডিলার্স প্রাইভেট লিমিটেড। রিজ়ার্ভ ব্যাঙ্ক জানিয়েছে, একত্রীকরণ/সংযুক্তি/বিলুপ্তি/স্বেচ্ছা ধর্মঘটের কারণে এনবিএফসি হিসাবে তাদের আইনি সত্ত্বা আর থাকছে না। ১১ ডিসেম্বর ওড়িশার পারলাখেমুন্ডির দ্য কো-অপারেটিভ আরবান ব্যাঙ্ক লিমিটেডের ১৩ হাজার টাকা জরিমানাও করেছে আরবিআই।
উল্লেখ্য, কেন্দ্রীয় ব্যাঙ্কটির এ-হেন পদক্ষেপে গ্রাহকদের সমস্যার মুখে পড়তে হবে না। আর্থিক লেনদেন সংক্রান্ত যাবতীয় হিসাব তাঁদের বুঝিয়ে দিতে সংশ্লিষ্ট এনবিএফসিগুলিকে নির্দেশ দিয়েছে আরবিআই। এ ব্যাপারে অভিযোগ দায়েরের সুযোগও পাবেন তাঁরা।