আফ্রিকায় পেট্রোপণ্য ব্যবসা বিক্রি রিলায়্যান্সের

আফ্রিকা মহাদেশে নিজেদের পেট্রোপণ্য বিক্রির ব্যবসা থেকে পুরোপুরি সরে এল রিলায়্যান্স ইন্ডাস্ট্রিজ (আরআইএল)। ফ্রান্সের টোটাল-কে গাল্ফ আফ্রিকা পেট্রোলিয়াম কর্পোরেশনে (গ্যাপকো) তাদের ৭৬% অংশীদারির সবটাই বিক্রি করা হয়েছে বলে জানিয়েছে মুকেশ অম্বানীর সংস্থাটি। ওই অংশীদারি ছিল আরআইএলের বৈদেশিক শাখা রিলায়্যান্স এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশনের হাতে।

Advertisement

সংবাদ সংস্থা

নয়াদিল্লি শেষ আপডেট: ০১ জুন ২০১৬ ০৩:০১
Share:

আফ্রিকা মহাদেশে নিজেদের পেট্রোপণ্য বিক্রির ব্যবসা থেকে পুরোপুরি সরে এল রিলায়্যান্স ইন্ডাস্ট্রিজ (আরআইএল)। ফ্রান্সের টোটাল-কে গাল্ফ আফ্রিকা পেট্রোলিয়াম কর্পোরেশনে (গ্যাপকো) তাদের ৭৬% অংশীদারির সবটাই বিক্রি করা হয়েছে বলে জানিয়েছে মুকেশ অম্বানীর সংস্থাটি। ওই অংশীদারি ছিল আরআইএলের বৈদেশিক শাখা রিলায়্যান্স এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশনের হাতে। আফ্রিকায় পেট্রোপণ্য বিক্রিতে শীর্ষ স্থান দখল করে রয়েছে টোটাল-ই।

Advertisement

তবে কত টাকায় এই লেনদেন হয়েছে, তা জানায়নি এই ভারতীয় সংস্থা। কেনিয়া, উগান্ডা এবং তানজানিয়ায় গ্যাপকো-র সম্পদ হাতে ছিল রিলায়্যান্সের। মরিশাস-সহ পূর্ব আফ্রিকার এই দেশগুলিতে পেট্রোপণ্য আমদানি, সংরক্ষণ ও বিক্রির কাজই করে গ্যাপকো।

২০০৭ সালে আরআইএল পা রেখেছিল আফ্রিকায়।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন