tech

ডাউনলোড স্পিডে সবার আগে জিয়ো, আপলোডে আইডিয়া, বাকিরা কোথায় জানেন?

আট শতাংশ কমে গিয়েছিল জিয়ো নেটওয়ার্কের ডেটা স্পিড। ডিসেম্বরে স্পিড ছিল ১৮.৭ মেগাবিট প্রতি সেকেন্ড। তবুও দেশের মধ্যে ৪জি ডাউনলোড স্পিডে পয়লা নম্বরে রিলায়্যান্স জিয়ো’ই। সম্প্রতি প্রকাশিত ট্রাই-এর পেশ করা রিপোর্টে জানা যাচ্ছে এমনটাই।

Advertisement
নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ১৬ জানুয়ারি ২০১৯ ১৬:০৫
Share:
০১ ০৮

আট শতাংশ কমে গিয়েছিল জিয়ো নেটওয়ার্কের ডেটা স্পিড। ডিসেম্বরে স্পিড ছিল ১৮.৭ মেগাবাইট প্রতি সেকেন্ড। তবুও দেশের মধ্যে ৪জি ডাউনলোড স্পিডে পয়লা নম্বরে রিলায়্যান্স জিয়ো। সম্প্রতি প্রকাশিত ট্রাই-এর পেশ করা রিপোর্টে জানা যাচ্ছে এমনটাই।

০২ ০৮

ইন্টারনেট ব্যবহার করে ইমেল চেক করা, ইন্টারনেট ব্রাউজিং করা অথবা ভিডিয়ো দেখার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে ডাউনলোড স্পিড। এদিকে ছবি ভিডিয়ো অন্যান্য ফাইল 'অ্যাটাচ' করে পাঠানোর জন্য কাজে লাগে আপলোডিং স্পিড।

Advertisement
০৩ ০৮

ভারতী এয়ারটেলের ৪জি পরিষেবার ডাউনলোড নভেম্বর থেকে ডিসেম্বরে, ৯.৭ এমবিপিএস থেকে ৯.৮ এমবিপিএস হয়েছে জানিয়েছে ট্রাই।

০৪ ০৮

ভোডাফোন-আইডিয়া মিলে গেলেও ট্রাই রিপোর্ট দিয়েছে আলাদাভাবেই। ভোডাফোন নভেম্বরে ৬.৮ এমবিপিএস স্পিড থাকলেও ডিসেম্বরে তা হয়েছে ৬.৩।

০৫ ০৮

গ্রাহক কমলেও, আপলোডিং এর বিচারে সবার থেকে এগিয়ে আছে আইডিয়া তবে আপলোড স্পিড নভেম্বর থেকে ডিসেম্বরে ৫.৬ থেকে ৫.৩ হয়ে গিয়েছে।

০৬ ০৮

তবে ভোডাফোনের আপলোড স্পিডে উন্নতি হয়েছে, ডেটা স্পিড নভেম্বর থেকে ডিসেম্বরে ৪.৯ এমবিপিএস থেকে ৫.১ এমবিপিএস হয়েছে।

০৭ ০৮

জিয়ো নেটওয়ার্কে আপলোড স্পিড ডিসেম্বরে ছিল ৪.৩, নভেম্বরে ছিল ৪.৫, অর্থাৎ আপলোড স্পিড কমে গিয়েছে।

০৮ ০৮

নভেম্বর থেকে ডিসেম্বরে এয়ারটেলে আপলোড স্পিড কমে হয়েছে ৪ এমবিপিএস থেকে ৩.৯ এমবিপিএস।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
Advertisement
আরও গ্যালারি
Advertisement