India-America Business Deal

লক্ষ্য আমেরিকার সঙ্গে বাণিজ্যচুক্তি, ভারত থেকে প্রতিনিধিদল পৌঁছোল ওয়াশিংটন

সরকারের উপদেষ্টা সংস্থা নীতি আয়োগের দাবি, আমেরিকার সঙ্গে চুক্তি চূড়ান্ত হলে অন্যান্য অনেক দেশের তুলনায় রফতানিতে বেশি সুবিধা পেতে পারে ভারত।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৫ জুলাই ২০২৫ ০৯:৩৫
Share:

—প্রতীকী চিত্র।

আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অতিরিক্ত আমদানি শুল্ক কার্যকরের সময় তিন সপ্তাহ পিছিয়ে দেওয়ায় বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা আরও এগিয়ে নিয়ে যাওয়ার রাস্তা খুলে গিয়েছে ভারতের সামনে। সেই লক্ষ্যেই আজ বাণিজ্য মন্ত্রকের প্রতিনিধি দল ওয়াশিংটনে পৌঁছল। জুনের শেষের দিকেও সপ্তাহখানেক ধরে বৈঠক করেছিল তারা। সরকারি সূত্রের খবর, চার দিনের এই বৈঠক বৃহস্পতিবার পর্যন্ত চলবে বলে প্রাথমিক ভাবে ঠিক হয়েছে। তবে দলটিকে যাঁর নেতৃত্ব দেওয়ার কথা, সেই বাণিজ্য দফতরের বিশেষ সচিব রাজেশ আগরওয়াল এখনও পৌঁছননি। তাঁর যাওয়ার কথা বুধবার। ফলে তার আগে আলোচনার অগ্রগতি খুব বেশি প্রকাশ্যে আসা কঠিন বলেই মনে করছে সংশ্লিষ্ট মহল।

এ দিকে, সরকারের উপদেষ্টা সংস্থা নীতি আয়োগের দাবি, আমেরিকার সঙ্গে চুক্তি চূড়ান্ত হলে অন্যান্য অনেক দেশের তুলনায় রফতানিতে বেশি সুবিধা পেতে পারে ভারত। তাদের বক্তব্য, চিন (৩০%), কানাডা (৩৫%) এবং মেক্সিকোর (২৫%) পণ্যের উপরে যথেষ্ট চড়া আমদানি শুল্ক বসিয়েছে আমেরিকা। এরা আমেরিকার অন্যতম বৃহৎ বাণিজ্য সহযোগী। ভারত যদি শুল্ক ২০ শতাংশের নীচে রাখতে পারে, তা হলে তারা অনেকটা এগিয়ে থাকবে। মোট ৩০ শ্রেণির পণ্যের মধ্যে ২২টির ক্ষেত্রে সুবিধাজনক জায়গায় থাকবে দিল্লি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন

এটি একটি প্রিমিয়াম খবর…

  • প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর

  • সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ

  • সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে

সাবস্ক্রাইব করুন