WB Govt Jobs 2026

লোধা-শবর উন্নয়ন পর্ষদে কর্মী প্রয়োজন, নেওয়া হবে ইন্টারভিউ, যোগ দিতে পারবেন কারা?

পশ্চিম মেদিনীপুরের প্রশাসনিক ওয়েবসাইট-এ রাজ্য লোধা-শবর উন্নয়ন পর্ষদে কর্মী নিয়োগের একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ৩০ ডিসেম্বর ২০২৫ ১০:৫০
Share:

— প্রতিনিধিত্বমূলক চিত্র।

অবসরপ্রাপ্তদের চাকরির সুযোগ দেবে রাজ্য সরকার। পশ্চিম মেদিনীপুরের প্রশাসনিক ওয়েবসাইটে এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী, অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার, পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট, অফিস অ্যাসিস্ট্যান্ট, অফিস পিয়ন পদে পাঁচজনকে নিয়োগ করা হবে।

Advertisement

নিযুক্তদের রাজ্য লোধা-শবর উন্নয়ন পর্ষদে কাজ করতে হবে। সরকারি সংস্থার দফতরে উল্লিখিত পদে কাজ করেছেন এবং ওই পদেই অবসর গ্রহণ করেছেন— এমন প্রার্থীরা কাজের সুযোগ পাবেন।

ওই পদে নিযুক্তদের জন্য প্রতি মাসে ৮,০০০ টাকা থেকে ১৫,০০০ টাকা সাম্মানিক হিসাবে বরাদ্দ করা হয়েছে। প্রার্থীদের বয়স ৬৫ বছরের মধ্যে হতে হবে। তাঁরা সরাসরি ইন্টারভিউয়ের জন্য পশ্চিম মেদিনীপুরের অফিসে পৌঁছে যেতে পারেন।

Advertisement

ওই দফতরে ১৭ জানুয়ারি দুপুর ১২টা থেকে ইন্টারভিউ নেওয়া হবে। ওই দিন আগ্রহীদের জীবনপঞ্জি, কর্মজীবনের শংসাপত্র, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড-এর প্রতিলিপির মতো নথি সঙ্গে রাখা প্রয়োজন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement