অভিযুক্ত ঘোষণা স্যামসাং-কর্তাকে

Advertisement

সংবাদ সংস্থা

সোল শেষ আপডেট: ০১ মার্চ ২০১৭ ০৩:০০
Share:

ঘুষকাণ্ড: বিপাকে জে ওয়াই লি।

ঘুষ-কাণ্ডে মঙ্গলবার সরকারি ভাবে অভিযুক্ত ঘোষণা করা হল স্যামসাং গোষ্ঠীর প্রধান জে ওয়াই লি-কে।

Advertisement

গোষ্ঠীর ভাইস প্রেসিডেন্ট ও প্রতিষ্ঠাতা পরিবারের সন্তান লি-র বিরুদ্ধে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট পার্ক গুন হে-র দীর্ঘ দিনের বন্ধু চোয়ে সুন সিল-কে ঘুষ দেওয়ার অভিযোগ এনেছেন সরকারি কৌঁসুলিরা। ব্যবসায় সুবিধা পেতে এই সঙ্গে জালিয়াতি, প্রতারণা ও বিদেশে সম্পত্তির লুকোনোর অভিযোগও আছে। ঘুষ-কাণ্ডে গত ১৭ ফেব্রুয়ারি গ্রেফতার করা হয় লি-কে। স্যামসাং কর্ণধারের সঙ্গে সংস্থার অন্য চার কর্তার বিরুদ্ধেও একই অভিযোগ এনেছে সরকার। এই কেলেঙ্কারির জেরে ইতিমধ্যেই ইমপিচ করা হয়েছে প্রেসিডেন্টকে।

সংশ্লিষ্ট মহলের মতে, যে সমস্ত অভিযোগ উঠেছে, তাতে লি-এর কাঠগড়ায় ওঠার সম্ভাবনাই জোরালো। লি বাদে বাকি চার জন অভিযুক্তের মধ্যে তিন জন ইতিমধ্যেই স্যামসাং থেকে পদত্যাগ করেছেন।

Advertisement

প্রসঙ্গত, ২০১৫ সালে গোষ্ঠীর দুই সংস্থা স্যামসাং সিঅ্যান্ডটি এবং চেইল ইন্ডাস্ট্রিজ মেশানোর সিদ্ধান্ত নিয়েছিল স্যামসাং। কৌঁসুলিদের অভিযোগ, শেয়ারহোল্ডারদের এতে আপত্তি ছিল। তখনই সুন-এর অসরকারি সংস্থাকে ৩.৭৭ কোটি ডলার ঘুষ দিয়েছিল তারা। বিনিময়ে দক্ষিণ কোরিয়ার সরকারি পেনশন তহবিল (সংস্থার বড় শেয়ারহোল্ডার) এতে সায় দেয়। জার্মানিতে সুন-এর মেয়ের ঘোড়সওয়ারির প্রশিক্ষণেও অর্থ জোগায় সংস্থা। যদিও সব অভিযোগ অস্বীকার করেছেন লি এবং স্যামসাং।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন