টানা ন’দিন পতন শেয়ার সূচকের

এ দিন লেনদেনের শুরুতে বাজারের সূচক খানিকটা উঠেছিল। কিন্তু দুপুরের পর থেকে ক্রমাগত পড়তে থাকে দুই সূচক।

Advertisement

সংবাদ সংস্থা

মুম্বই শেষ আপডেট: ২০ ফেব্রুয়ারি ২০১৯ ০২:০৫
Share:

বাজার সূত্রের খবর, প্রায় আট বছর পর টানা এত দিন পড়ল সূচক। 

শিল্প ও বাজারের চাহিদা মেনেই সুদ কমেছে রিজার্ভ ব্যাঙ্কের শেষ ঋণনীতিতে। কিন্তু তার পর থেকে কার্যত বাধাহীন ভাবে পড়ে চলেছে ভারতীয় শেয়ার বাজারের সূচক। মঙ্গলবার নিয়ে টানা ন’দিন নামল সেনসেক্স ও নিফ্‌টি। বাজার সূত্রের খবর, প্রায় আট বছর পর টানা এত দিন পড়ল সূচক।

Advertisement

এ দিন লেনদেনের শুরুতে বাজারের সূচক খানিকটা উঠেছিল। কিন্তু দুপুরের পর থেকে ক্রমাগত পড়তে থাকে দুই সূচক। দিনের শেষে ১৪৫.৮৩ পয়েন্ট কমে সেনসেক্স দৌড় শেষ করে ৩৫,৩৫২.৬১ অঙ্কে। ৩৬.৬০ পয়েন্ট পড়ে ১০,৬০৪.৩৫ পয়েন্টে থামে নিফ্‌টি। বাজার বিশেষজ্ঞেরা বলছেন, মূলত তথ্যপ্রযুক্তি এবং আর্থিক সংস্থার স্টকগুলির বিক্রি এবং বিদেশি লগ্নিকারী সংস্থাগুলি নিট পুঁজি সরিয়ে নেওয়ার ফলেই এ দিন শুরুর উত্থান ধরে রাখতে পারেনি সূচক। তবে এর পিছনে বেশ কয়েকটি জাতীয় ও আন্তর্জাতিক কারণ রয়েছে। তাঁদের মতে, আমেরিকা ও চিনের মধ্যে বাণিজ্য বৈঠক শুরু হলেও ইউরোপের বেশ কয়েকটি আর্থিক পরিসংখ্যান ইতিবাচক না হওয়ার প্রভাব পড়েছে গোটা বিশ্বের স্টক এক্সচেঞ্জগুলিতে। যার প্রভাব পড়েছে ভারতের শেয়ার বাজারের উপরেও। তার উপর রয়েছে পুলওয়ামায় সন্ত্রাসবাদী হামলাকে কেন্দ্র করে উপমহাদেশের পরিস্থিতি উত্তপ্ত হওয়া।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন