ওষুধ সংস্থার হাত ধরে ফের পড়ল সেনসেক্স

ফের পড়ল শেয়ার বাজার। আগের দিন সেনসেক্স পড়েছিল ৩৭১ পয়েন্ট। এই দিন পড়ল প্রায় ৬৬ পয়েন্ট। বাজার বন্ধের সময়ে সূচক থিতু হয় ২৪৯০০.৪৬ অঙ্কে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ৩০ মার্চ ২০১৬ ০৩:৫৩
Share:

ফের পড়ল শেয়ার বাজার। আগের দিন সেনসেক্স পড়েছিল ৩৭১ পয়েন্ট। এই দিন পড়ল প্রায় ৬৬ পয়েন্ট। বাজার বন্ধের সময়ে সূচক থিতু হয় ২৪৯০০.৪৬ অঙ্কে।

Advertisement

আগামী কাল বৃহস্পতিবার আগাম লেনদেনের সেট্‌লমেন্টের দিন। বর্তমান অনিশ্চিত বাজারে সেট্‌লমেন্টের আগেই শেয়ার বেচে হাত খালি করতে চাইছেন লগ্নিকারীদের মধ্যে অনেকে। এর জন্যই শেয়ার বিক্রির বহর বেড়েছে। যা সূচকের পারাকে টেনে নামাচ্ছে বলে বাজার সূত্রের খবর। পাশাপাশি, ওষুধ সংস্থার শেয়ার দরে পতন টেনে নামিয়েছে সূচককে। আলাদা ভাবে বিএসই হেল্‌থকেয়ার সূচক নেমেছে ২.৫৯ শতাংশ। সবচেয়ে বেশি পড়েছে লুপিনের শেয়ার দর (৬%)। মার্কিন নিয়ন্ত্রক সংস্থার মধ্যপ্রদেশের কারখানার উৎপাদন ব্যবস্থার উপর নজরদারিই এর কারণ। একই কারণে সিপ্‌লা পড়েছে ৪%, ড. রেড্ডিজ ৩%।

এ দিকে মার্কিন শীর্ষ ব্যাঙ্ক ফেডারেল রিজার্ভের কর্তা জ্যানেট ইয়েলেন দেশের আর্থিক অবস্থা এবং ঋণনীতি নিয়ে তাঁর মতামত জানাতে গিয়ে কী বলেন, সে দিকেই লগ্নিকারীদের নজর ছিল। এর পরিপ্রেক্ষিতে বিশ্ব জুড়েই বিনিয়োগকারীরা লগ্নির ব্যাপারে নিজেদের হাত অনেকটাই গুটিয়ে রেখেছিলেন বলে শেয়ার বাজার মহল সূত্রের খবর। বেশি রাতের খবর, ইয়েলেন জানিয়েছেন, ‘ধীরগতিতে’ সুদ বাড়ানোর পথে হাঁটবে আমেরিকা। আজ বাজারে ইয়েলেনের মন্তব্যের প্রভাব পড়বে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন