কিছুটা স্বস্তি সৌদির জোগান বাড়ানোর বার্তায়

একে তো ক’দিন বাদে ইরানের উপর মার্কিন নিষেধাজ্ঞা চাপলে বিশ্ব বাজারে তেলের জোগান ধাক্কা খাওয়ার আশঙ্কা। তার উপর ভারতের মতো তেল আমদানিকারী দেশগুলিকে আরও ভয় পাইয়েছে সাংবাদিক জামাল খাশোগির খুন ঘিরে সৌদি আরবের সঙ্গে পশ্চিমী দুনিয়ার কূটনৈতিক সংঘাত।

Advertisement

সংবাদ সংস্থা

লন্ডন শেষ আপডেট: ২৩ অক্টোবর ২০১৮ ০১:২৮
Share:

একে তো ক’দিন বাদে ইরানের উপর মার্কিন নিষেধাজ্ঞা চাপলে বিশ্ব বাজারে তেলের জোগান ধাক্কা খাওয়ার আশঙ্কা। তার উপর ভারতের মতো তেল আমদানিকারী দেশগুলিকে আরও ভয় পাইয়েছে সাংবাদিক জামাল খাশোগির খুন ঘিরে সৌদি আরবের সঙ্গে পশ্চিমী দুনিয়ার কূটনৈতিক সংঘাত। এই পরিস্থিতিতে আন্তর্জাতিক দুনিয়াকে খানিকটা স্বস্তি দিয়ে সৌদি তেলমন্ত্রী খালিদ-আল-ফালির দাবি, কোনও নিষেধাজ্ঞা চাপিয়ে তেলের দাম চড়তে দেওয়ার প্রশ্ন নেই। বরং উৎপাদন বাড়ানোর পরিকল্পনাই করেছেন তাঁরা। যাতে আগামী দিনে ইরানের তেলের অভাবে তৈরি হওয়া ঘাটতি পুষিয়ে দেওয়া সম্ভব হয়।

Advertisement

বিশ্ব বাজারে অশোধিত তেলের দর এখন ঘোরাফেরা করছে ব্যারেলে ৮০ ডলারের কাছাকাছি। আশঙ্কা, ইরান থেকে তেলের জোগান কমলে দাম আরও বাড়তে পারে। তার উপর সম্প্রতি ইস্তানবুলের সৌদি কনসুলেটে খাশোগিকে হত্যার ঘটনায় সৌদি আরবের বিরুদ্ধে ফুঁসছে পশ্চিমী দেশগুলি। বহু মার্কিন সেনেটর তাদের উপর নিষেধাজ্ঞা চাপানোর পক্ষে সওয়াল করেছেন। সত্যিই তেমন কোনও নিষেধাজ্ঞা বসানো হলে, পাল্টা হিসেবে আরও বড় মাপের জবাব দেওয়ার হুমকি দেয় বিশ্বের বৃহত্তম ওই তেল রফতানিকারীও।

তখনই দানা বাঁধে আশঙ্কা, তা হলে কি ইরানের পরে এ বার কমতে পারে সৌদির তেলের জোগানও? কারণ, সরবরাহ আরও কমলে দাম আরও বাড়ার ভয় থাকবে। বস্তুত এই অনিশ্চয়তার জেরে বিশ্ব বাজারে সোমবার দাম কিছুটা বেড়েছেও।

Advertisement

এই ভয় দূর করেই ফালি জানিয়েছেন, শীঘ্রই দিনে অশোধিত তেলের উৎপাদন বাড়িয়ে ১.১০ কোটি ব্যারেলে নিয়ে যাবেন তাঁরা। এখন যা ১.০৭ কোটি। সেই সঙ্গে জোগান আরও কিছুটা বাড়ানোর ইঙ্গিত দিয়ে তাঁর দাবি, রিয়াধের দৈনিক উৎপাদন বাড়িয়ে ১.২০ কোটি ব্যারেল করার ক্ষমতাও আছে। উপসাগরীয় অঞ্চলে তেল রফতানিকারী দেশগুলির সংগঠন ওপেকের সহযোগী সংযুক্ত আরব আমিরশাহিও যোগ করতে পারে দিনে আরও ২ লক্ষ ব্যারেল।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন