শিথিল স্থানীয় কাঁচামাল কেনার বিধি

সরাসরি বিদেশি লগ্নি এক ব্র্যান্ডের রিটেলে

কংগ্রেস-সহ বিরোধীদের অবশ্য অভিযোগ, ওই নিয়ম শিথিল করে আসলে ‘মেক ইন ইন্ডিয়া’র মূল উদ্দেশ্য থেকেই সরে আসছে কেন্দ্র।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

নয়াদিল্লি শেষ আপডেট: ১১ জানুয়ারি ২০১৮ ০৩:২৩
Share:

এয়ার ইন্ডিয়ার জন্য বিদেশি লগ্নির দরজা খুলে দেওয়ার দিনেই এক ব্র্যান্ডের খুচরো ব্যবসায় (সিঙ্গল ব্র্যান্ড রিটেল) তা আসার পথ আরও মসৃণ করল কেন্দ্র। জানাল, এ বার থেকে ভারতে ওই ব্যবসায় ১০০% পর্যন্ত প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগের জন্যই সরকারি অনুমোদন আর লাগবে না। তা করা যাবে সরাসরি। সেই সঙ্গে, স্থানীয় কাঁচামাল কেনার বাধ্যবাধকতাও কিছুটা শিথিল করল তারা। যার দাবি জানিয়ে দীর্ঘ দিন ধরে আবেদন করে আসছিল আইকিয়া, অ্যাপলের মতো সংস্থা। কংগ্রেস-সহ বিরোধীদের অবশ্য অভিযোগ, ওই নিয়ম শিথিল করে আসলে ‘মেক ইন ইন্ডিয়া’র মূল উদ্দেশ্য থেকেই সরে আসছে কেন্দ্র।

Advertisement

বিদেশি বিনিয়োগের নিয়ম কানুন বুধবার শিথিল করা হয়েছে আরও কয়েকটি ক্ষেত্রে। যেমন, ১০০% পর্যন্ত সরাসরি প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগের দরজা হাট করে দেওয়া হয়েছে নির্মাণ শিল্পের সামনে। এখন থেকে বিদ্যুৎ এক্সচেঞ্জে টাকা ঢালতে পারবে বিদেশি আর্থিক সংস্থাগুলি। ওই লগ্নির শর্ত শিথিল করা হয়েছে আবাসন ব্রোকিং পরিষেবা, চিকিৎসা সরঞ্জামের মতো কিছু ক্ষেত্রেও।

এর আগে ২০১৬ সালের জুনে সংস্কারের ঝোড়ো ইনিংস খেলেছিল মোদী সরকার। সে বার এক লপ্তে প্রতিরক্ষা, ওষুধ তৈরি, বিমান পরিবহণ, এক ব্র্যান্ডের খুচরো ব্যবসার (সিঙ্গল ব্র্যান্ড রিটেল) মতো বিভিন্ন গুরুত্বপূর্ণ ক্ষেত্রে বিদেশি লগ্নি আসার রাস্তা প্রশস্ত করার দৌলতেই তার পর থেকে ওই বিনিয়োগের অঙ্ক লাফিয়ে বেড়েছে বলে দাবি মোদী সরকারের। এই আর্থিক বছরে তা ইতিমধ্যেই পৌঁছেছে ৬,০০৮ কোটি ডলারে। কিন্তু এ দিন ঘোষণার পরে শিল্পমহল তাকে স্বাগত জানালেও, বিরোধীদের তোপের মুখে পড়তে হয়েছে তাদের। তীব্র প্রতিবাদ জানিয়েছে ব্যবসায়ীদের সর্বভারতীয় সংগঠন কনফেডারেশন অব অল ইন্ডিয়া ট্রেডার্স (সিএআইটি)।

Advertisement

বিরোধী দল কংগ্রেসের অভিযোগ, প্রতি বছর অন্তত ৩০% স্থানীয় কাঁচামাল কেনার নিয়ম শিথিল করে আসলে নিজেদের অবস্থান ১৮০ ডিগ্রি বদলে ফেলল কেন্দ্র। তাদের প্রশ্ন, এই বাধ্যবাধকতাই যদি শিথিল করা হয়, তবে ‘মেক ইন ইন্ডিয়া’ বা দেশে পণ্য তৈরিতে উৎসাহ দেওয়ার মানে কী? তা কি শুধু কথার কথা?

লোকসভা ভোটের এক বছর আগে সংস্কারের ঝোড়ো ইনিংস খেলেছিলেন মনমোহন সিংহ। এ বার দাভোসে বিশ্ব অর্থনীতি সম্মেলনে নরেন্দ্র মোদী যোগ দেওয়ার আগে ও বাজেটের মুখে বিদেশি লগ্নিকে আরও স্বাগত জানানোর ইঙ্গিত দিল তাঁর সরকার। অর্থনীতির হাল তাতে কতটা ফেরে, সেটিই দেখার।

দরজা হাট

• এক ব্র্যান্ডের পণ্যের খুচরো ব্যবসায় ১০০% পর্যন্ত বিদেশি লগ্নিই সরাসরি। লাগবে না সরকারি সায়

• শিথিল তার জন্য ফি বছর অন্তত ৩০% স্থানীয় কাঁচামাল কেনার কড়াকড়িও। এই সুবিধা অবশ্য প্রথম পাঁচ বছরের জন্য

• ১০০% পর্যন্ত সরাসরি প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগের দরজা হাট নির্মাণ শিল্পের সামনেও

• বিদ্যুৎ এক্সচেঞ্জে টাকা ঢালতে পারবে বিদেশি আর্থিক সংস্থাগুলি

• বিদেশি লগ্নির শর্ত কিছুটা শিথিল আবাসন ব্রোকিং পরিষেবা, চিকিৎসা সরঞ্জামের মতো আরও কিছু ক্ষেত্রে

স্বাগত শিল্পের

• ঘোষণায় খুশি শিল্প। আইকিয়া, এইচ অ্যান্ড এমের মতো বিভিন্ন সংস্থা এত দিন দরবার করছিল এর জন্য

• দাবি, এতে বিদেশি বিনিয়োগ বাড়বে। তৈরি হবে কাজের সুযোগও

বিরোধী তোপ

• কংগ্রেসের কটাক্ষ, স্থানীয় কাঁচামাল কেনার নিয়মই যদি শিথিল হয়, তবে ‘মেক ইন ইন্ডিয়া’র মানে কী?

• ঘোষণার পরেই এ নিয়ে প্রতিবাদে সরব সর্বভারতীয় ব্যবসায়ী সংগঠনও

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন