Coronavirus

বস্ত্র শিল্পকে ত্রাণের আশা দিলেন না মন্ত্রী

সংশ্লিষ্ট মহলের মতে, লকডাউনে এমনিতেই ধাক্কা লেগেছে দেশের বস্ত্র শিল্পে। তার উপরে বিদেশে চাহিদা কমায় রফতানিতেও তার আঁচ পড়ছে। 

Advertisement

নিজস্ব প্রতিবেদন 

শেষ আপডেট: ১১ মে ২০২০ ০৬:৫২
Share:

বস্ত্রমন্ত্রী স্মৃতি ইরানি। ফাইল চিত্র

দ্বিতীয় দফার ত্রাণের জন্য কেন্দ্রের উপর চাপ বাড়াচ্ছে শিল্প মহল। প্যাকেজের দাবি তুলেছে বস্ত্র শিল্পও।

Advertisement

কিন্তু রবিবার এই শিল্পের প্রতিনিধিদের ত্রাণ নিয়ে আশা দিলেন না বস্ত্রমন্ত্রী স্মৃতি ইরানি। উল্টে বললেন, ত্রাণের দিকে তাকিয়ে না-থেকে এখনকার পরিস্থিতিতে নিজেদের ব্যবসায়িক দৃষ্টিভঙ্গি পাল্টাক তারা। নীতির মাধ্যমে সাহায্যের হাত বাড়িয়ে দেবে কেন্দ্র। কারণ লকডাউনের জেরে সরকার নিজেও আর্থিক ভাবে যথেষ্ট চাপে।

সংশ্লিষ্ট মহলের মতে, লকডাউনে এমনিতেই ধাক্কা লেগেছে দেশের বস্ত্র শিল্পে। তার উপরে বিদেশে চাহিদা কমায় রফতানিতেও তার আঁচ পড়ছে।

Advertisement

তাদের প্রশ্ন, এই অবস্থায় আর্থিক সাহায্যের বদলে স্রেফ নীতি নিয়ে পাশে দাঁড়ানোর বার্তাটুকুই তাদের প্রাপ্য ছিল কি? এ দিন মার্চেন্ট চেম্বারের আয়োজিত ভিডিয়ো বৈঠকে স্মৃতি অবশ্য বলেছেন, এখন নতুন ভাবে ভাবনাচিন্তার সময়। সেই ক্ষমতা বস্ত্র শিল্পের আছে। উন্নত প্রযুক্তির যন্ত্র ব্যবহারের পক্ষেও সওয়াল করেছেন তিনি। ব্যাঙ্কগুলি যে শিল্পের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছে, মনে করান সে কথাও।

রাজ্যে উন্নত মানের পাট উৎপাদন করতে সরকারি ভাবে পরীক্ষিত বীজ ব্যবহারেও এ দিন জোর দেন মন্ত্রী। তবে চাষিরা যে তা যথেষ্ট পরিমাণে পাচ্ছেন না, তা মেনেছেন স্মৃতি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন