Union Budget 2026

বাজেটে বাংলার জন্য কী উপহার, নজর ভোট অঙ্কে

আগামী রবিবার অর্থমন্ত্রী নির্মলা সীতারামন কেন্দ্রীয় বাজেট পেশ করবেন। ঠিক এক সপ্তাহ বাকি। তার আগে দিল্লির রাজনৈতিক শিবিরে একটাই প্রশ্ন— এ বার কি ভোটমুখী পশ্চিমবঙ্গের জন্য উপুড়হস্ত হয়ে বাজেটে উপহার ঘোষণা হবে?

প্রেমাংশু চৌধুরী

শেষ আপডেট: ২৬ জানুয়ারি ২০২৬ ০৮:৪৩
Share:

নির্মলা সীতারামন। গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

গত বার কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন মধুবনী প্রিন্টের শাড়ি পরে বাজেট পেশ করেছিলেন। বাজেটে ঠাসা ছিল ভোটমুখী বিহারের জন্য উপহার।

আগামী রবিবার অর্থমন্ত্রী নির্মলা সীতারামন কেন্দ্রীয় বাজেট পেশ করবেন। ঠিক এক সপ্তাহ বাকি। তার আগে দিল্লির রাজনৈতিক শিবিরে একটাই প্রশ্ন— এ বার কি ভোটমুখী পশ্চিমবঙ্গের জন্য উপুড়হস্ত হয়ে বাজেটে উপহার ঘোষণা হবে? নির্মলাকে কি এ বার বাংলার তাঁতের শাড়িতে দেখা যাবে?

অর্থ মন্ত্রকের নতুন ঠিকানা কর্তব্য ভবনের করিডরে জল্পনা, পশ্চিমবঙ্গে বিজেপির শক্ত ঘাঁটি উত্তরবঙ্গের জন্য পরিকাঠামো বা বন্যা নিয়ন্ত্রণের ব্যাপারে বাজেটে ঘোষণা থাকতে পারে। তার সঙ্গে মোদী সরকার পশ্চিমবঙ্গের মানুষকে শিল্পায়নের বার্তা দিয়ে বাজেটে রাজ্যে কোনও বড় প্রকল্পের ঘোষণা করবে কি না, তা নিয়েও জোর জল্পনা চলছে।

এই জল্পনা প্রসঙ্গে কেন্দ্রীয় অর্থ মন্ত্রকের এক শীর্ষ কর্তার জবাব, ‘‘শুধু পশ্চিমবঙ্গ কেন? সামনে তো অসম, কেরল, তামিলনাড়ু, পুদুচেরিতেও বিধানসভা ভোট!’’ মন্ত্রকের কর্তারা অবশ্য মানছেন, এর মধ্যে পশ্চিমবঙ্গেই বিজেপির জন্য সবথেকে সম্মানের লড়াই। দক্ষিণের দুই রাজ্য কেরল-তামিলনাড়ুতে বিজেপির ক্ষমতায় আসার সম্ভাবনা নেই। অসমে বিজেপি ক্ষমতাতেই রয়েছে। ফলে অসমের জন্য স্বাভাবিক নিয়মেই বাজেটে উপহার থাকবে। কিন্তু পশ্চিমবঙ্গের জন্য কী উপহার থাকবে, সেটাই আসল প্রশ্ন।

আগামী রবিবারের বাজেটে পশ্চিমবঙ্গের জন্য কী ঘোষণা হয়, তা নিয়ে বিজেপির রাজ্য নেতৃত্বও উৎকণ্ঠায় রয়েছেন। বিজেপির এক রাজ্য নেতার বক্তব্য, ‘‘যদি ১ ফেব্রুয়ারি মোদী সরকারের বাজেটে পশ্চিমবঙ্গের জন্য বলার মতো কিছু না থাকে, আর তার পরের দিন ২ ফেব্রুয়ারি তৃণমূল সরকার যদি রাজ্য বাজেটে লক্ষ্মীর ভান্ডারের মতো প্রকল্পে অনুদানের টাকা বাড়িয়ে দেয়, তা হলে লড়াই কঠিন হয়ে যাবে।’’

অর্থ মন্ত্রকের এক অবসরপ্রাপ্ত সচিবের মতে, যদি দেখা যায়, বাজেটে পশ্চিমবঙ্গের জন্য বিশেষ উপহার নেই, তা হলে ধরে নিতে হবে, নরেন্দ্র মোদী-অমিত শাহ এ বারও পশ্চিমবঙ্গে জয়ের আশা দেখছেন না। কারণ যে সব বিরোধীশাসিত রাজ্যে জয়ের সম্ভাবনা নেই বলে মনে করা হয়, সে রাজ্যের জন্য বাজেটে বিশেষ উপহার থাকে না।

বাজেটের আগে রাজ্যের অর্থমন্ত্রীদের সঙ্গে নিয়মমাফিক বৈঠকে বসেছিলেন নির্মলা। সেই বৈঠকে পশ্চিমবঙ্গের অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বিভিন্ন ক্ষেত্রে ১.৯৭ লক্ষ কোটি টাকা বকেয়া মেটানোর দাবি তুলেছিলেন। তৃণমূল সূত্রের খবর, বাজেটে এই সংক্রান্ত কোনও ঘোষণা না হলে নতুন করে কেন্দ্রীয়বঞ্চনার অভিযোগ তুলে বিজেপিকে বাংলা-বিদ্বেষী বলে কাঠগড়ায়তোলা হবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন

এটি একটি প্রিমিয়াম খবর…

  • প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর

  • সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ

  • সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে

সাবস্ক্রাইব করুন