কৃষি-প্রযুক্তির কারখানা গড়তে টাটা গোষ্ঠীকে ডাক রাজ্যের

তিক্ততা ধরে না-রেখে টাটা গোষ্ঠীকে কৃষি প্রযুক্তির কারখানা তৈরির জন্য আমন্ত্রণ জানাল রাজ্য। বুধবার কোচবিহারের পুন্ডিবাড়িতে উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয় চত্বরে আয়োজিত কৃষি উন্নয়ন মেলার উদ্বোধন করতে এসে কৃষিমন্ত্রী পূর্ণেন্দু বসু ওই বার্তা দিয়েছেন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

পুন্ডিবাড়ি শেষ আপডেট: ০৫ নভেম্বর ২০১৫ ০৩:৩৫
Share:

তিক্ততা ধরে না-রেখে টাটা গোষ্ঠীকে কৃষি প্রযুক্তির কারখানা তৈরির জন্য আমন্ত্রণ জানাল রাজ্য। বুধবার কোচবিহারের পুন্ডিবাড়িতে উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয় চত্বরে আয়োজিত কৃষি উন্নয়ন মেলার উদ্বোধন করতে এসে কৃষিমন্ত্রী পূর্ণেন্দু বসু ওই বার্তা দিয়েছেন।

Advertisement

টাটা মেটালিক্সের ম্যানেজিং ডিরেক্টর তথা ওই মেলার আয়োজন কমিটির চেয়ারম্যান সঞ্জীব পালকে পাশে বসিয়ে কৃষিমন্ত্রী রাজ্যের অবস্থানের কথা স্পষ্ট করে দিয়েছেন। পূর্ণেন্দুবাবু বলেন, “কৃষি প্রযুক্তি নিয়ে টাটা গোষ্ঠী যে-কাজ করছে, রাজ্য তার সুফল পেতে চায়। রাজ্যে ইউনিট খুলুন। আমরা সব ধরনের সহযোগিতা করব।” কৃষিমন্ত্রীর কোচবিহার সফরের দু’দিন আগেই জেলার মাথাভাঙার গুমানিরহাটে আয়োজিত সভা থেকে মুখ্যমন্ত্রী শিল্পস্থাপনে উদ্যোগীদের এগিয়ে আসার জন্য করজোড়ে আহ্বান জানান।

পরে এ ব্যাপারে প্রশ্ন করা হলে কৃষিমন্ত্রী বলেন, “কোনও গোষ্ঠীর ব্যাপার নেই। নির্দিষ্ট বিষয় নিয়ে মতপার্থক্য হয়েছিল। চিরকাল সেটা ধরে বেড়াব?” সঞ্জীববাবু কৃষিমন্ত্রীর ঘোষণাকে স্বাগত জানিয়ে বলেন, “টাটা গোষ্ঠীর কৃষি প্রযুক্তি সম্পর্কিত সংস্থাকে বিষয়টি জানাব।”

Advertisement

ওই সভায় কৃষিমন্ত্রী কৃষি ভিত্তিক শিল্প স্থাপনে অন্য উদ্যোগীদের কাছেও আর্জি জানান। তিনি বলেন, “হাজার হাজার কোটি টাকা খরচ করে রাজ্যকে পাট, আলুর বীজ বাইরে থেকে আনতে হয়। মহারাষ্ট্র, পঞ্জাবের উপর বীজের জন্য নির্ভর করতে হয়। এখানেই তা তৈরি হতে পারে উপযুক্ত প্রযুক্তি পেলে।’’ শিল্পপতিদের ব্লকে ব্লকে মাটি পরীক্ষার গবেষণাগার, ধান, সব্জি সংরক্ষণের পরিকাঠামো, ধানের তুষ থেকে তেল, কৃষক বাজারগুলিতে বহুমুখী হিমঘর তৈরির মত কাজেও এগিয়ে আসার আবেদন জানান কৃষিমন্ত্রী।

বুধবার থেকে আয়োজিত ওই মেলা ৬ নভেম্বর পর্যন্ত চলবে। রাজ্য কৃষি দফতর ও কনফেডারেশন অফ ইন্ডিয়ান ইন্ড্রাস্ট্রির যৌথ উদ্যোগে ওই মেলার আয়োজন করা হয়েছে। সহযোগিতা করছে উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন