Share Market

৯২-এর দরজায় টাকা, নামতে নামতে ৮১ হাজারের কাছাকাছি পৌঁছে গেল সেনসেক্স

সূচকের পতনে বড় ভূমিকা নিয়েছে আদানি গোষ্ঠীর বিভিন্ন সংস্থা। আমেরিকার শেয়ার বাজার নিয়ন্ত্রক একটি প্রতারণা এবং ঘুষ মামলায় গৌতম আদানি এবং সাগর আদানিকে সমন পাঠানোর জন্য আদালতের সায় চেয়েছে, এই খবরেই সংস্থাগুলির শেয়ার দর পড়ে যায় ১৩%।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৪ জানুয়ারি ২০২৬ ১০:২৬
Share:

—প্রতীকী চিত্র।

টাকাকে টেনে নামাতে নামাতে আরও এক নতুন গণ্ডি ছুঁয়ে ফেলল ডলার। নজির গড়ে পৌঁছল ৯২ টাকায়। শেষে অবশ্য তা বহাল রেখেই দাম দাঁড়াল ৯১.৯০ টাকা। উত্থান ৩২ পয়সা। শুক্রবার পড়েছে শেয়ার বাজারও। ৭৬৯.৬৭ পয়েন্ট নেমে ৮২ হাজারের নীচে থিতু হয়েছে সেনসেক্স (৮১,৫৩৭.৭০)। নিফ্‌টি ২৪১.২৫ পড়ে হয়েছে ২৫,০৪৮.৬৫।

এ দিন সূচকের পতনে বড় ভূমিকা নিয়েছে আদানি গোষ্ঠীর বিভিন্ন সংস্থা। আমেরিকার শেয়ার বাজার নিয়ন্ত্রক একটি প্রতারণা এবং ঘুষ মামলায় গৌতম আদানি এবং সাগর আদানিকে সমন পাঠানোর জন্য আদালতের সায় চেয়েছে, এই খবরেই সংস্থাগুলির শেয়ার দর পড়ে যায় ১৩%।বাজারের পতনে ইন্ধন জুগিয়েছে বিদেশ লগ্নি সংস্থাগুলির শেয়ার বিক্রিও। বিশেষজ্ঞ আশিস নন্দীর দাবি, ‘‘লগ্নিকারীরা এখন শেয়ার কিনছেন এবং একটু লাভ হলেই বেচে লাভ তুলছেন। তাই দ্রুত ওঠানামা করছে বাজার।’’

টাকার দাম নিয়ে এ দিন ফের মোদী সরকারকে বিঁধেছেন বিরোধীরা। শিবসেনা প্রধান আদিত্য ঠাকরের অভিযোগ, টাকার অবস্থা সবচেয়ে খারাপ। যে বিজেপি ডলারের ৪০ টাকা হওয়া নিয়ে ধুন্ধুমার বাঁধিয়েছিল, তারাই এখন চুপ কিংবা নিজেদের নিরাশাজনক সরকার চালানো নিয়ে বাগ্‌রুদ্ধ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন

এটি একটি প্রিমিয়াম খবর…

  • প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর

  • সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ

  • সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে

সাবস্ক্রাইব করুন