ছবি: সংগৃহীত।
দিন কয়েক আগেই ১২ হাজার কর্মী ছাঁটাইয়ের কথা ঘোষণা করেছিল টাটা কনসালটেন্সি সার্ভিসেস। সেই ডামাডোলের মাঝেই সংস্থার কর্মীদের সুখবর দিল সংস্থাটি। আগামী মাস অর্থাৎ সেপ্টেম্বর থেকেই সংস্থার ৮০ শতাংশ কর্মীর বেতনবৃদ্ধির কথা ঘোষণা করল টিসিএস। টিসিএসের মুখ্য মানবসম্পদ আধিকারিক মিলিন্দ লক্কড় এবং কে সুদীপ একটি অভ্যন্তরীণ ইমেলের মাধ্যমে সংস্থার কর্মীদের এই বেতন বৃদ্ধির কথা জানিয়েছেন। সংস্থার দাবি তাঁদের প্রায় ৮০ শতাংশ কর্মী এই নতুন কাঠামোয় বেতনের সুবিধা পেতে চলেছেন। সংস্থার সি৩এ ও তার সমপদমর্যাদার কর্মীদের বেতনে বড়সড় বদল আনতে চলেছে টিসিএস।
দেশের অন্যতম বড় তথ্যপ্রযুক্তি সংস্থা টিসিএসে গ্রেড অনুযায়ী কর্মীদের একাধিক শ্রেণিবিভাগ রয়েছে। এই কাঠামোর সর্বনিম্ন স্তরে আছেন প্রশিক্ষণপ্রাপ্তেরা। এঁরা ওয়াই শ্রেণির অন্তর্ভুক্ত। এর পর উপরের দিকে রয়েছেন যথাক্রমে সি১, সি২, সি৩ (এ ও বি), সি৪ এবং সি৫ গ্রেডের কর্মীরা। সি১ স্তরে মূলত সিস্টেম ইঞ্জিনিয়ারদের রেখেছে টিসিএস। একদম উপরের দিকে থাকেন সিনিয়র ম্যানেজমেন্ট স্তরের আধিকারিকেরা। সি৩ এবং তার উপরের দিকের কর্মীদের সিনিয়র কর্মচারী হিসাবে বিবেচনা করা হয়।
ইমেলে লেখা হয়েছে, ‘‘টিসিএস অত্যন্ত আনন্দের সঙ্গে ঘোষণা করছে, ১ সেপ্টেম্বর থেকে ৮০ শতাংশ কর্মীর বেতন বাড়তে চলেছে। সি৩এ ও সমমানের গ্রেড পর্যন্ত সকল যোগ্য সহযোগীদের বেতনবৃদ্ধির ঘোষণা করা হল। এটি ১ সেপ্টেম্বর ২০২৫ থেকে কার্যকর হবে।’’
ষদিও টিসিএস বেতনবৃদ্ধির পরিকল্পনা সম্পর্কে সঠিক তথ্য প্রকাশ করেনি। কত পরিমাণ বেতন বাড়বে, কাদের কতটা বাড়বে ইত্যাদি আলাদা করে উল্লেখ করা হয়নি। শেষ মূল্যায়নের ধাপে, ২০২৪ সালের এপ্রিল থেকে বার্ষিক ৪.৫ শতাংশ থেকে ৭ শতাংশ পর্যন্ত বেতনবৃদ্ধির ঘোষণা করেছিল সংস্থা। এ ছাড়াও সংস্থার সেরা নির্বাচিত হওয়া কর্মীদের উৎসাহভাতা দেওয়ার কথা ঘোষণা করেছিল।
বর্তমানে টিসিএসের মোট কর্মীর সংখ্যা ৬ লক্ষ ১৩ হাজার। এর দু’শতাংশ, অর্থাৎ সব মিলিয়ে ১২ হাজার ২৬১ জন ছাঁটাই করার কথা জুলাইয়ের শেষের দিকে ঘোষণা করে দেশের অন্যতম বৃহৎ তথ্যপ্রযুক্তি সংস্থাটি। টিসিএসের দাবি, যাঁদের হাতে বর্তমানে কোনও কাজ নেই বা আগে থেকেই ‘বেঞ্চড’ করে রাখা হয়েছে তাদের ঘাড়েই নেমে আসতে চলেছে ছাঁটাইয়ের খাঁড়া।