শীতে চা তৈরি বন্ধ রাখার ফরমান, কড়া পদক্ষেপ টি বোর্ডের

নির্দেশিকা অনুযায়ী, পাতা তোলা ও কারখানার জন্য সংগ্রহের কাজ ১৫ ডিসেম্বরের মধ্যে শেষ করতে হবে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা 

কলকাতা শেষ আপডেট: ০১ নভেম্বর ২০১৮ ০২:০৪
Share:

কড়া পদক্ষেপ করল টি বোর্ড।

শীতের মরসুমে চায়ের মান পড়ে যায়। সে কারণেই সাধারণত সেই সময়ে চা বাগানগুলিতে উৎপাদন বন্ধ রাখা হয়। চলে বাগান ও কারখানার রক্ষাণাবেক্ষণ এবং পরিচর্যা। কিন্তু অভিযোগ, সেই রীতি না মেনে কয়েকটি বাগান নিম্ন মানের পাতা দিয়েই চা তৈরি করছে। বাজারে সেই চায়ের বাড়তি জোগানের ফলে মার খাচ্ছে ব্যবসা। সে কারণেই এ বার বিষয়টি নিয়ে কড়া পদক্ষেপ করল টি বোর্ড। বুধবার নির্দেশিকা প্রকাশ করে পরিষ্কার জানিয়ে দিল, কোন সময় থেকে বাগান থেকে পাতা তোলা ও চায়ের উৎপাদন বন্ধ করতে হবে।

Advertisement

নির্দেশিকা অনুযায়ী, পাতা তোলা ও কারখানার জন্য সংগ্রহের কাজ ১৫ ডিসেম্বরের মধ্যে শেষ করতে হবে। পাতা প্রক্রিয়াকরণের জন্য ১৬ তারিখ পর্যন্ত কারখানা খোলা রাখা যাবে। চা উৎপাদন যে বন্ধ করা হয়েছে, ১৭ ডিসেম্বরের মধ্যে তা টি বোর্ডকে জানাবে সংশ্লিষ্ট সংস্থাগুলি। প্রক্রিয়াজাত চা মোড়কবন্দি করে ও দাম সেঁটে স্বীকৃত গুদামে পাঠাতে এর পর বড় জোর ১০ দিন পাওয়া যাবে। শুধু পশ্চিমবঙ্গ নয়, বিহার, সিকিম, হিমাচলপ্রদেশ ও উত্তরাখণ্ডের চা তৈরির কারখানাগুলিকেও একই নির্দেশ দেওয়া হয়েছে। ওই নির্দেশ না মানলে কড়া পদক্ষেপ করা হবে বলে জানিয়েছে টি বোর্ড।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন